Molestation Case: ৫০-৬০ জন ঘিরে ধরে ছিঁড়ে দেয় পোশাক! দমদমে তিন মহিলার শ্লীলতাহানি
Molestation Case: চলতি মাসের ৫ তারিখে ওই ঘটনা ঘটে। যুবতী যখন তাঁর দাদা সঙ্গে বাড়ি থেকে বেরচ্ছিলেন, তখনই হবু পুত্রবধূকে অশ্লীলভাষায় কটূক্তি করা হয়ছে বলে অভিযোগ উঠেছে বিক্রম দাস ও গোপাল দাস নামে দুই যুবকের বিরুদ্ধে।
উত্তর দমদম: মা, মেয়ে ও হবু পুত্রবধূর শ্লীলতাহানির করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দমদমে। ঘরের সামনে এসে জড় হন বেশ কয়েকজন যুবক। প্রথমে চলে কটূক্তি, তারপর প্রতিবাদ করতে গেলে পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তর দমদমের দুর্গানগরের ঘটনা। তিন মহিলা ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন। তবে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগকারীদের বিরুদ্ধেই পাল্টা মামলা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
চলতি মাসের ৫ তারিখে ওই ঘটনা ঘটে। যুবতী যখন তাঁর দাদা সঙ্গে বাড়ি থেকে বেরচ্ছিলেন, তখনই হবু পুত্রবধূকে অশ্লীলভাষায় কটূক্তি করা হয়ছে বলে অভিযোগ উঠেছে বিক্রম দাস ও গোপাল দাস নামে দুই যুবকের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা তাঁর প্রতিবাদ করলে দলবল নিয়ে এসে হেনস্তা করা হয়, পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই পরিবারের তরফ থেকে নিমতা থানায় মেডিক্যাল রিপোর্ট ও অভিযোগের কপি জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রথমে একজনকে গ্রেফতার করা হয়েছিল, পরে তাঁকে ছেড়েও দেয় পুলিশ।
এরপর হঠাৎ করে আক্রান্ত পরিবার জানতে পারে তাঁদের নামেও মামলা হয়েছে। অভিযোগ, কোর্ট থেকে জামিন মিললেও নিমতা থানার পুলিশ বারবার চাপ দিতে থাকে টাকার জন্য। কখনও হোয়াটসঅ্যাপে, কখনও ফোন করে টাকা চাওয়া হয় বল দাবি অভিযোগকারীদের।
নির্যাতিতা পরিবারের দাবি, অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী এবং শাসক নেতার ঘনিষ্ঠ। যখন তখন তাঁদের আবার আক্রমণ করা হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন নির্যাতিতা মহিলারা।