Local train cancellation in Dol Yatra: দোলে বাতিল ৩০০ লোকাল, হাওড়া-শিয়ালদহে কোথায় কোন ট্রেন চলবে না দেখে নিন

Local train cancellation in Dol Yatra: এমনিতে দোলে গোটা রাজ্যে ছুটি থাকলেও নানা ব্যক্তিগত প্রয়োজন, বা হাসপাতাল-সহ নানা কাজে বাইরে বের হতে হয়। ব্যবসার প্রয়োজনেও বহু মানুষ জেলা থেকে কলকাতায় আসেন। কিন্তু, একযোগে প্রায় তিনশো ট্রেন বাতিল থাকায় যাত্রী দুর্ভোগ যে চরমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

Local train cancellation in Dol Yatra: দোলে বাতিল ৩০০ লোকাল, হাওড়া-শিয়ালদহে কোথায় কোন ট্রেন চলবে না দেখে নিন
প্রতীকী ছবি, গ্রাফিক্স-এআইImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 7:09 PM

কলকাতা: হোলিতে মেতে উঠতে চলেছে গোটা দেশ। বাজারেও জোরকদমে চলছে বিকিকিনি। এরইমধ্যে ২৫ মার্চ দোলের দিন একঝাঁক ট্রেন বাতিলের ঘোষণা করে দিল পূর্ব রেল। হাওড়া, শিয়ালদহ মিলিয়ে সোমবার প্রায় তিনশো ট্রেন বাতিল থাকতে চলেছে। এদিনই বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। দোলের দিনের পরিস্থিতি বিচার করে শিয়ালদহ ডিভিশনে ২৩৪টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। এমনিতে দোলে গোটা রাজ্যে ছুটি থাকলেও নানা ব্যক্তিগত প্রয়োজন, বা হাসপাতাল-সহ নানা কাজে বাইরে বের হতে হয়। ব্যবসার প্রয়োজনেও বহু মানুষ জেলা থেকে কলকাতায় আসেন। কিন্তু, একযোগে প্রায় তিনশো ট্রেন বাতিল থাকায় যাত্রী দুর্ভোগ যে চরমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেলে বিবৃতিতে রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে। 

শিয়ালদহ মেন লাইনে বাতিল খাতায় থাকছে… 

শিয়ালদহ-বর্ধমান: 31151/31152

শিয়ালদহ-রানাঘাট: 31601, 31613, 31617, 31631/ 31602, 31614, 31624, 31634

রানাঘাট-গেদে: 31747, 31749, 31753, 31755/ 31744, 31746, 31748, 31750, 31754

শিয়ালদহ-গেদে: 31911, 31917/31926

রানাঘাট/কৃষ্ণনগর-শান্তিপুর: 31585/31586

কৃষ্ণনগর-রানাঘাট: 31723, 31725/ 31722, 31726

শিয়ালদহ-কৃষ্ণনগর: 31801, 31813, 31831/ 31802, 31834, 31838

নৈহাটি-রানাঘাট: 31711/ 31712

রানাঘাট-শান্তিপুর: 31781, 31783/ 31782, 31784, 31786

শিয়ালদহ-শান্তিপুর: 31511, 31515, 31521, 31527/31512, 31522, 31528, 31534

রানাঘাট-বনগাঁ: 33711, 33713, 33717, 33719, 33729, 33733 / 33716, 33720, 33724, 33732

শিয়ালদহ-ব্যারাকপুর: 31215, 31217, 31219, 31223, 31225, 31227, 31229, 31231, 31237 / 31216, 31218, 31220, 31220, 31220, 31220, 33120, 33227 1236, 31240, 31242

বিধাননগর রোড-ব্যারাকপুর: 31261

বিধাননগর রোড-নৈহাটি: 31471

শিয়ালদহ-নৈহাটি: 31413, 31417, 31423, 31425, 31427, 31435, 31437, 31443/ 31416, 31418, 31424, 31432, 31432, 3143, 3143, 3143, 3143

শিয়ালদহ সেন্ট্রাল লাইনে বাতিল খাতায় থাকছে…

বারাসত-বনগাঁ: 33363, 33365/ 33362, 33364, 33366

শিয়ালদহ-বারাসাত: 33401, 33433/ 33402, 33436, 33438

শিয়ালদহ-হাবরা: 33651, 33655, 33657/ 33652, 33656, 33658

শিয়ালদহ-বনগাঁ: 33801, 33811, 33813, 33821, 33849/ 33802, 33812, 33816, 33818, 33822, 33856

শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: 33411/ 33412

শিয়ালদহ-মধ্যমগ্রাম: 33421/ 33422

শিয়ালদহ-দত্তপুকুর: 33615/33620

শিয়ালদহ-হাসনাবাদ: 33513, 33521/33526, 33528

বারাসাত-হাসনাবাদ: 33311, 33315, 33327, 33319, 33321/33314, 33322, 33316, 33318

শিয়ালদহ-ডানকুনি: 32213, 32221, 32225, 32229, 32233, 32249/ 32214, 32222, 32226, 32230, 32234, 32252, শিয়ালদহ-বারুইপাড়া : 32411, 32413/32412, 32414

শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল থাকছে…

শিয়ালদহ-ডায়মন্ড হারবার: 34812, 34826/34811, 34833

বারুইপুর-ডায়মন্ড হারবার: 34892/34891

সোনারপুর-ডায়মন্ড হারবার: 34882/34881

শিয়ালদহ-বিবিডি ব্যাগ: 30412/30411

সোনারপুর-ক্যানিং: 34356, 34360/34353, 34355, 34357

শিয়ালদহ-ক্যানিং: 34502, 34512, 34530, 34532/ 34501, 34511, 34521, 34539

চম্পাহাটি-মাঝেরহাট: 30511

ঘুটিয়ারি শরীফ- সোনারপুর: 34391

মাঝেরহাট-ঘুটিয়ারী শরীফ: 30552

সোনারপুর-চম্পাহাটি: 34392

শিয়ালদহ-বজ বাজেট: 34112, 34128, 34148/ 34111, 34127, 34147

শিয়ালদহ-বারুইপুর: 34602, 34618, 34622, 34628, 34646/ 34601, 34615, 34617, 34621, 34629

শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর: 34714, 34742/34711, 34749, 34751

লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34934/34933

বারুইপুর-লক্ষ্মীকান্তপুর: 34332, 34334/34113

বারুইপুর-সোনারপুর: 34311

শিয়ালদহ-সোনারপুর: 34412, 34414, 34418, 34420, 34434/ 34411, 34413, 34415, 34419, 34423, 34425, 34431

হাওড়া শাখায় বাতিল থাকছে 

হাওড়া-বর্ধমান (মেন লাইন): 37819, 37711, 37843। ডাউন ট্রেন – 37822, 37612।

হাওড়া-বর্ধমান (কর্ড লাইন): আপ ট্রেন – 36071, 36817, 36825, 36827, 36081 এবং 36033। ডাউন ট্রেন – 36072, 36814, 36830, 36834, 36834, 3604, 36033।

হাওড়া-ব্যান্ডেল (মেন লাইন): আপ ট্রেন – 37213, 37215, 37219, 37221, 37227, 37243, 37201 এবং 37511। ডাউন ট্রেন – 37224, 37202, 37202, 3742, 3732, 3732, 3732, 37333 512।

হাওড়া-শেওড়াফুলি: আপ ট্রেন – 37041, 37045, 37047, 37049 এবং 37055। ডাউন ট্রেন – 37042, 37046, 37048, 37050 এবং 37056।

হাওড়া-তারকেশ্বর: আপ ট্রেন – 37307, 37317, 37327 এবং 37411। ডাউন ট্রেন – 37308, 37328, 37338 এবং 37412।

নৈহাটি-ব্যান্ডেল: আপ ট্রেন – 37527, 37531 এবং 37535। ডাউন ট্রেন – 37528, 37532 এবং 37536।

হাওড়া-শ্রীরামপুর: আপ ট্রেন – 37011 এবং 37013। ডাউন ট্রেন – 37013 এবং 37014

বর্ধমান-কাটোয়া: আপ ট্রেন – 35013 এবং 35019। ডাউন ট্রেন – 35014 এবং 35020।