BJP Candidate: এক একজনের জন্য ৫ CISF জওয়ান, রেখাদের পর আরও ৬ বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা

BJP Candidate: এর আগে বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল, ঝাড়গ্রামের প্রনথ টুডু পেয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা। শনিবারের তালিকায় নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়েরও।

BJP Candidate: এক একজনের জন্য ৫ CISF জওয়ান, রেখাদের পর আরও ৬ বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2024 | 11:57 AM

কলকাতা: আরও ছয় বিজেপি (BJP) প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় আছেন বোলপুরের পিয়া সাহা, আরামবাগের অরূপ দিগার, উলুবেড়িয়ার অরুণ উদয় পাল চৌধুরী, দমদমের শীলভদ্র দত্ত, কৃষ্ণনগরের অমৃতা রায়, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী। এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে ওই ছজন প্রার্থীকে। জানা যাচ্ছে এমনটাই। এর আগেও আরও ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। 

জানা যাচ্ছে, পাঁচ জন করে সিআইএসএফ জওয়ানরা ঘিরে থাকবেন এই নতুন তালিকায় থাকা ছয় প্রার্থীকে। শনিবার থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার কথা রয়েছে বিজেপির ছয় প্রার্থীর। এর আগে বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল, ঝাড়গ্রামের প্রনথ টুডু পেয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা। শনিবারের তালিকায় নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়েরও। সকলেই পাচ্ছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। সিআইএসএফ জওয়ানরা থাকছেন রেখা পাত্র, নির্মল সাহা, অশোক পুরকাইত, অশোক কান্ডারী, কার্তিক পাল এবং প্রনথ টুডুদের সঙ্গে। এবার তালিকায় আরও ছয় জনের নাম যোগ। 

এই খবরটিও পড়ুন

প্রথম, দ্বিতীয় দফার পর এবার তৃতীয় দফার ভোটের জন্য সেজে উঠছে গোটা দেশ। ভোটের তাপে ফুটছে বাংলাও। ৭ মে ভোট রয়েছে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। ইতিমধ্যেই ভোটের সুরক্ষায় মাঠে নেমে পড়েছে আধা সেনা। দিকে দিকে চলছে টহল। এদিকে শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিরোধী সব রাজনৈতিক দলই। একদিন আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।