Humayun Kabir: ‘বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান…’, অভিষেকের ভর্ৎসনার মুখে হুমায়ুন
Humayun Kabir: দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা তিন ঘণ্টার বৈঠক শেষে জানা গিয়েছে, হুমায়ুন তৃণমূলেই থাকছেন। তবে সূত্রের খবর, হুমায়ুনকে রীতিমতো ভর্ৎসনা করেছেন অভিষেক।

বহরমপুর: দলের বিরুদ্ধে মন্তব্য করে বারবার বিতর্ক বাড়িয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী নিজের নতুন দল তৈরি করবেন বলেও ঘোষণা করেছিলেন হুমায়ুন। এবার দলের শীর্ষ নেতৃত্বের ভর্ৎসনার মুখে পড়তে হল সেই বিধায়ককে।
বিধানসভার ভোটের আগে জেলার নেতৃত্বদের নিয়ে জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক। হুমায়ুন-সহ ১০ বিধায়ক হাজির ছিলেন সেখানে। হুমায়ুনের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই বেড়েছিল জল্পনা।
দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা তিন ঘণ্টার বৈঠক শেষে জানা গিয়েছে, হুমায়ুন তৃণমূলেই থাকছেন। তবে সূত্রের খবর, হুমায়ুনকে রীতিমতো ভর্ৎসনা করেছেন অভিষেক।
সূত্রের খবর, হুমায়ুনকে বেফাঁস মন্তব্য করা নিয়ে ভর্ৎসনা করেছেন অভিষেক। বলেছেন, ‘আপনি সবকিছু নিয়ে কথা বলেন। দলকে বিড়ম্বনায় ফেলেন। আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান।’ দলের নেতাদের এদিন মুখ খুলতে নিষেধও করেছেন অভিষেক।
এছাড়াও বহরমপুর সাংগঠনিক জেলার ২২ টি বিধানসভায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে ৬০০ কোটি টাকারও বেশি টাকা খরচ হবে বলে জানিয়েছেন অভিষেক। এই টাকা যেন পুরোটাই সদ্ব্যবহার হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের।
অভিষেক এদিন বুঝিয়ে দিয়েছেন, পাড়ায় সমাধানের টাকাই হল ভোট বৈতরণী পেরনোর আবশ্যিক শর্ত। এদিন নিজের বিধানসভা এলাকায় ব্লক সভাপতি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন হুমায়ুন। জানা গিয়েছে, সবার আপত্তি নোট করা হয়েছে এদিনের বৈঠকে। ব্লক সভাপতি বদলের তালিকা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
