Abhishek Banerjee: অন্তত ৪ লক্ষের তফাতে জেতাই লক্ষ্য! দফায় দফায় বৈঠকে বসবেন অভিষেক
Abhishek Banerjee: ফলতা কেন্দ্র রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অভিষেকের অন্যতম 'সেনাপতি' জাহাঙ্গীর খানের প্রভাব এই বিধানসভায় তর্কাতীত। এই জাহাঙ্গীর খানকেই কিছুদিন আগে সন্দেশখালির শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: ভোট প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বুধবার থেকেই ম্যারাথন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় সাংসদের অফিসে আজ থেকে বৈঠক শুরু করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। আগামী দুদিন ধরে চলবে বৈঠক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা নিয়ে হবে এই বৈঠক। যেখানে দলীয় নেতৃত্বকে ভোটের আগে বার্তা দেবেন অভিষেক।
বুধবার অর্থাৎ বৈঠকের প্রথম দিনেই বেছে নেওয়া হয়েছে ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভা কেন্দ্রকে। দুই কেন্দ্রেই বহু প্রকল্প রূপায়িত হয়েছে। সে সব নিয়ে হবে আলোচনা।
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৎকালীন তৃণমূল বিধায়ক দীপক হালদার। যদিও বিধায়কের ‘বিদ্রোহ’ ভোট বাক্সে প্রভাব ফেলতে পারেনি। তৃণমূলই ওই কেন্দ্রে বিজয়ী হয়।
দ্বিতীয় বিধানসভা কেন্দ্র হল ফলতা। এই কেন্দ্র রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। অভিষেকের অন্যতম ‘সেনাপতি’ জাহাঙ্গীর খানের প্রভাব এই বিধানসভায় তর্কাতীত। এই জাহাঙ্গীর খানকেই কিছুদিন আগে সন্দেশখালির শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখে নেওয়ার হুমকিও শোনা গিয়েছিল তাঁর মুখে। বিরোধী দলগুলো বিভিন্ন সময়ে এই কেন্দ্রে শাসক দলের নেতৃত্বে ভোট লুঠের অভিযোগ করেছেন। এহেন রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নিয়ে প্রথম দিনই বসছেন অভিষেক।
ডায়মন্ড হারবার লোকসভায় চার লক্ষ ভোটের মার্জিনে জেতার টার্গেট আগেই বেঁধে দিয়েছিলেন অভিষেক নিজে। এবার বিধানসভা ধরে ধরে কি ভোট মার্জিনের টার্গেট বেঁধে দেবেন, এখন সেটাই দেখার।





