Abhishek Banerjee: আজ কি ইডি-দফতরে হাজিরা দেবেন অভিষেক? জল্পনা তুঙ্গে
Abhishek Banerjee: কয়লাপাচার কাণ্ডে আগেও অভিষককে জেরা করেছে ইডি। দিল্লিতে তৃণমূল সাংসদকে দীর্ঘ জেরা করা হয়। কেন দিল্লিতে ডেকে জেরা?
কলকাতা: কয়লা পাচার মামলায় অভিষেককে সমন ইডির। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। তৃণমূলের সেকন্ড ইন কমান্ডকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লির অফিসাররা। আগে দুবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় সংস্থার। ছাত্র সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেকও ইডি-র সমন আবারও আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, “অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।” সেই আশঙ্কা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি।
কয়লাপাচার কাণ্ডে আগেও অভিষককে জেরা করেছে ইডি। দিল্লিতে তৃণমূল সাংসদকে দীর্ঘ জেরা করা হয়। কেন দিল্লিতে ডেকে জেরা? এনিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। আদালত নির্দেশ দেয় অভিষেক ও তাঁর স্ত্রীকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। সেইমতো কলকাতায় জেরা করা হয় অভিষেক পত্নী রুজিরাকে। একবার বাড়িতে গিয়ে অন্যবার সিজিও কমপ্লেক্সে। এবারও কলকাতাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার কলকাতায় ইডি-র অফিসে হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিষেকের। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতায় ইডি-র বিশেষ টিম। এই টিমই আগেরবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর। ইডি সূত্রে আরও খবর, অভিষেককে কয়লাপাচার ও বিনয় মিশ্র সম্পর্কিত প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
কয়লা পাচারের টাকা বিনয় মিশ্রের মাধ্যমে কলকাতায় পৌঁছয়। সেই টাকা কোথায় গিয়েছে? তিনি বিনয় মিশ্র ও লেনদেন নিয়ে কিছু জানতেন কিনা? এনিয়েও প্রশ্নের মুখে পড়তে হতে পারে অভিষেককে।