Abhishek Banerjee: গোপন ব্যালটে লিখে ফেলুন ‘প্রার্থী’র নাম, বড় চমক অভিষেকের জেলা সফরে
Abhishek Banerjee: কোচবিহার থেকে পঞ্চায়েত স্তরে অভিযান শুরু হচ্ছে অভিষেকের। আগামী ২৪ এপ্রিল, সোমবার থেকে ২৬ এপ্রিল বুধবার পর্যন্ত কোচবিহারে থাকবেন অভিষেক।
কলকাতা : পঞ্চায়েত ভোটের আগেই গোপন ভোট তৃণমূল শিবিরে! গোপন ব্যালটে পছন্দের জনপ্রতিনিধির নাম জানাতে পারবেন যে কেউ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে এটাই বড় চমক হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানুষের পছন্দের প্রার্থী বাছাইেয়র লক্ষ্যেই সোমবার থেকে ময়দানে নামছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
পঞ্চায়েতের লক্ষ্যে অভিষেকের জেলা সফরের নামও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, “তৃণমূলে নব জোয়ার”। দুর্নীতির অভিযোগ দূরে ঠেলে দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেই মরিয়া রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যেই টানা দু মাস এই জেলা সফর চলবে অভিষেকের।
কোচবিহার থেকে পঞ্চায়েত স্তরে অভিযান শুরু হচ্ছে অভিষেকের। আগামী ২৪ এপ্রিল, সোমবার থেকে ২৬ এপ্রিল বুধবার পর্যন্ত কোচবিহারে থাকবেন অভিষেক। ২৪ তারিখ কোচবিহারে হেলিকপ্টারে জেলায় পৌঁছবেন তিনি। পুজো দেবেন মদন মোহন বাড়িতে। এরপরই দিনহাটায় যাবেন অভিষেক। দিনহাটা, মাথাভাঙা এবং তুফানগঞ্জের ১৮৬ টি গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, যুব ও মহিলা সংগঠকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এই সফরের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যাম্প। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য নির্দিষ্ট ক্যাম্প করা হবে। একটি মাঠে থাকছে একটি বড় ক্যাম্পও। প্রতিদিন তিনটি করে সভা করবেন অভিষেক। ক্যাম্পে ফিরে আসবেন সন্ধ্যায়। সেখানে হবে অধিবেশন। তৃণমূল স্তরের তৃণমূল কর্মীদের পাশাপাশি ওই অধিবেশনে অংশ নেবেন অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা। এদের তরফ থেকেই পছন্দের প্রার্থী গোপন ভোটে বাছাই করবেন অধিবেশনে অংশ নেওয়া তিন হাজার মানুষ।
অভিষেক ১০০ দিনের কাজ সহ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লেখা চিঠি সংগ্রহ করবেন। সূত্রের দাবি, পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিক ভাবে আলোচনা করবেন অভিষেক।
কোচবিহারের পর ২৭, ২৮, ২৯ তারিখে আলিপুরদুয়ার যাবেন অভিষেক। এরপর জলপাইগুড়িতে ও শিলিগুড়িতেও এই জনসংযোগ কর্মসূচিতে যোগ দেবেন অভিষেক।