বনগাঁ দক্ষিণের ভোটের ফল নিয়ে জটিলতা! সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Assembly Election 2021: এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি।

বনগাঁ দক্ষিণের ভোটের ফল নিয়ে জটিলতা! সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 4:24 PM

কলকাতা: বনগাঁ দক্ষিণ কেন্দ্রের নির্বাচনের সমস্ত নথি, ভোট গ্রহণের ভিডিয়ো ফুটেজ নির্বাচন কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের করা মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ আদালতের।

বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সম্প্রতি আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী বিজেপির স্বপন মজুমদার ভোটের সময় দাখিল করা হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তাঁর কেন্দ্রে সিআরপিএফ বিশেষ প্রভাব খাটিয়েছে। যে সময় ভোটের প্রচার করা যায় না সেই ‘সাইলেন্ট পিরিয়ড’-এও নির্বাচনী প্রচার চালিয়েছেন স্বপন মজুমদার। আলোরানিদেবী আদালতের কাছে আবেদন জানান, বনগাঁ দক্ষিণের গোটা ভোট প্রক্রিয়াটাই বাতিল করা হোক।

শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরী প্রশ্ন তোলেন, শুধু কি কেন্দ্রীয় জওয়ানরা প্রভাব খাটিয়েছে বলে কোনও নির্বাচন বাতিল করে দেওয়া যায়? সে ক্ষেত্রে মামলাকারীর দাবি কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের ভোট সংক্রান্ত যাবতীয় নথি যেন তারা সংরক্ষিত রাখে। আগামী ৩০ জুলাই এই মামলার শুনানি হওয়ার কথা। সেদিন তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীকেই সশরীরে উপস্থিত থাকতে হবে আদালত কক্ষে। আরও পড়ুন: ২০ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ, অ্যাডমিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

COVID third Wave