Rekha Patra-BJP: ‘মা-বোনেদের পাশে আছেন প্রধানমন্ত্রী’, নমোর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা

Rekha Patra-BJP: রেখা মনে করছেন, বসিরহাটের মানুষের কাছে ভোট চাইতে হবে না তাঁকে। তিনি আত্মবিশ্বাসী যে ভোট দিতে তাঁকে দ্বিধাবোধ করবেন না মানুষ, কারণ তাঁরাও চান অত্যাচার থেকে মুক্তি পেতে।

Rekha Patra-BJP: 'মা-বোনেদের পাশে আছেন প্রধানমন্ত্রী', নমোর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা
রেখা পাত্রImage Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 7:42 PM

কলকাতা: বসিরহাটের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু, এখনও পর্যন্ত প্রচার শুরু করেননি সন্দেশখালির আন্দোলনকারীদের মুখ রেখা পাত্র। এরই মধ্যে তাঁকে ঘিরে শুরু হয়েছে বিরোধিতা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হওয়ার পর অনেকটাই আশ্বস্ত হয়েছেন তিনি। রেখা জানিয়েছেন, সন্দেশখালির মা-বোনেরা যাতে সুরক্ষিত থাকেন, আর যাতে কোনও খারাপ ঘটনা না ঘটে, সে ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। জয়ের আত্মবিশ্বাসও জুগিয়েছেন রেখাকে। তবে কোন মন্ত্রে বসিরহাটের লড়াইতে নামছেন রেখা?

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেখা বলেন, “১৫ মিনিট কথা হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে উনি মা-বোনদের পাশে আছেন। জিজ্ঞেস করেছেন, বোন তুমি পারবে তো জয়ী হতে?” উত্তরে রেখা বলেছেন, “মা-বোনেরা আমার সঙ্গে আছে। আমি নির্ভয়ে এগিয়ে যাব।”

রেখা মনে করছেন, বসিরহাটের মানুষের কাছে ভোট চাইতে হবে না তাঁকে। তিনি আত্মবিশ্বাসী যে ভোট দিতে তাঁকে দ্বিধাবোধ করবেন না মানুষ, কারণ তাঁরাও চান অত্যাচার থেকে মুক্তি পেতে। রেখা বলেন, “আমাকে কেউ অবহেলা করবেন না।” অত্যাচারিত মা বোনেদের সুরক্ষার জন্যই যে তাঁর লড়াই, সে কথাও উল্লেখ করেছেন রেখা। তবে প্রচার কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে এখনও কোনও কথা হয়নি দলের সঙ্গে।

উল্লেখ্য, শেখ শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন সন্দেশখালির মহিলারা। সেই সময় আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। শুধু তাই নয়, তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন শিবু হাজরা ও উত্তম সর্দার।