Kolkata Airport: উড়ান শুরুর আগেই গর্তে আটকে গেল বিমানের চাকা, এয়ারপোর্টেই চিল-চিৎকার যাত্রীদের
Kolkata Airport: শনিবার বিকাল ৩টে ৪০ মিনিট নাগাদ ইন্ডিগোর বিমান ৬৯৬৫ যখন ট্যাক্সি বে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখন ঘটে বিপত্তি। ট্যাক্সি বে-র গর্তে ডান চাকাটি পড়ে যায়।
কলকাতা: ট্যাক্সি বেতে গর্ত। বিমানের(Plane) চাকা আটকে বড় বিপত্তি কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport)। রওনার হওয়ার মুখে আটকে যায় কলকাতা-মুম্বই ইন্ডিগো(Indigo) বিমানের চাকা। যার জেরে তীব্র উত্তেজনা তৈরি হয় বিমানে থাকা যাত্রীদের মধ্যে। চিৎকার-চেঁচামেচিও শুরু করে দেন অনেকে। তবে শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দুটি ট্রাক্টরের সাহায্যে বিমানটিকে গর্ত থেকে বের করা হয়। অবশেষে প্রায় এক ঘন্টা বাদে বিমানটি রওনা দেয়। জোরদকমে শুরু হয়েছে ট্যাক্সি বে মেরামতির কাজ। বিকেল চারটে নাগাদ বিমানটির কলকাতা থেকে মুম্বইয়ের(Mumbai) উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।
সূত্রের খবর, শনিবার বিকাল ৩টে ৪০ মিনিট নাগাদ ইন্ডিগোর বিমান ৬৯৬৫ যখন ট্যাক্সি বে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখন ঘটে বিপত্তি। ট্যাক্সি বে-র গর্তে ডান চাকাটি পড়ে যায়। হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এয়ারপোর্টে। তড়িঘড়ি এয়ারপোর্টে নিযুক্ত বিমান পরিষেবা কর্মীরা গর্ত থেকে বিমানটিকে ওঠানোর চেষ্টা শুরু করে। হাত লাগান পাইলটও। কিন্তু, বিফলে যায় চেষ্টা। কিছুতেই বিমানটিকে গর্ত থেকে তোলা সম্ভব হয়বনি। শেষে কর্তৃপক্ষের তরফে বিমানটিকে উদ্ধার করতে তিনটি ট্রাক্টর পাঠানো হয়। দড়ি বেঁধে পিছনের দিক থেকে টান দেওয়া হয় বিমানটিকে।
শেষ পর্যন্ত, গর্ত থেকে উঠে আসে চাকাটি। তখনও বিমানে বসে যাত্রীরা। আতঙ্কে দিশাহারা হয়েছেন অনেকেই। অবশেষে ৫টা নাগাদ বড় বিপত্তি এড়িয়ে রানওয়া থেকে গন্তব্যের দিকে রওনা দেয় বিমানটি। কিন্তু, কী করে ট্যাক্সি বে তে গর্ত হল? কেন তা নজর এল না? কর্তৃপক্ষের তরফে এ প্রশ্নগুলি করা হয় গ্রাউন্ড স্টাফদের। জিজ্ঞাসাবাদ করা হয় অনেক কর্মীকেই। বুজিয়ে ফেলা হয় গর্তটি।