Higher Secondary examination: ২০২৩ সালের একাদশ-দ্বাদশের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, বিজ্ঞপ্তি জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
Higher Secondary examination: বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি তাপস কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন ২০২৩ সালের বাৎসরিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। সংসদের অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে সিলেবাস।
কলকাতা: আগেই শোনা গিয়েছিল। অবশেষে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) তরফে নির্দেশিকা জারি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল। তাতেই বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩ সালে একাদশের বাৎসরিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসে। সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকও(Higher Secondary Examination)। শনিবারই নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি তাপস কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন ২০২৩ সালের বাৎসরিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। সংসদের অফিসিয়াল সাইটে সমস্ত বিষয়েরই পূর্ণাঙ্গ সিলেবাস পাওয়া যাবে। আগের মতোই হবে প্রশ্ন মালা। এমনকী কী ধরনের প্রশ্ন ও প্রশ্নের মান কীরকম হবে তাও শীঘ্রই অফিসিয়াল সাইটে আপলোড করে দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনার কারণে এবারে কাঁটছাঁট সিলেবাসে হয়েছিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা। এমনকী হোম সেন্টারেই পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা। কাঁটছাঁট সিলেবাসে পরীক্ষা হয়েছিল একাদশে। এবার করোনার প্রকোপ কমতেই দুই পদ্ধতিতেই আসছে বদল। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষে, হোম সেন্টার নয়, এবার থেকে আগের মতো অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ (West Bengal HS Exam)। শেষ হবে ২৭ মার্চ।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এ বছরের ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে।