Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Update: দাপট বাড়াচ্ছে করোনা, ৩ হাজার ছুঁইছুঁই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা

Covid19: বিশেষজ্ঞরা বলছেন, আবার মাস্ককে 'মাস্ট' করে নেওয়ার সময় এসে গিয়েছে। সঙ্গে টিকাকরণ।

Corona Update: দাপট বাড়াচ্ছে করোনা, ৩ হাজার ছুঁইছুঁই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 11:43 PM

কলকাতা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৯৬৮ জন। শনিবার স্বাস্থ্যদফতর সূত্রে এই তথ্য সামনে এসেছে। অর্থাৎ বাংলায় দৈনিক সংক্রমণ এই মুহূর্তে ৩ হাজার ছুঁইছুঁই। অথচ গত বুধবারই এই সংক্রমণ ২ হাজারের গণ্ডী ছোঁয়। অর্থাৎ নতুন করে কোভিড যে সংক্রমণের শক্তি বাড়াচ্ছে তা বলাই যায়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। পজিটিভিটি রেট ১৫.৬৯ শতাংশ। শুক্রবার সংক্রমিত হন ২ হাজার ৯৫০ জন। অন্যদিকে পজিটিভিটি রেট ছিল ১৬.৯২ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, আবার মাস্ককে ‘মাস্ট’ করে নেওয়ার সময় এসে গিয়েছে। সঙ্গে টিকাকরণ। যাদের করোনার টিকার দু’টি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে, তাদের নিয়ম মেনে বুস্টার ডোজ় নিতে বলছেন চিকিৎসকরা।

কোন জেলায় কত আক্রান্ত, এক নজরে

কলকাতা – আক্রান্ত ৭৪২। শুক্রবার আক্রান্ত ৮২৫ জন।

উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৭৪৩। শুক্রবার আক্রান্ত ৭৪০ জন।

দক্ষিণ ২৪ পরগনা – আক্রান্ত ১৮১। শুক্রবার আক্রান্ত ২১৩ জন।

হাওড়া – আক্রান্ত ১০১। শুক্রবার আক্রান্ত ১২৫ জন।

হুগলি – আক্রান্ত ১৮৩ । শুক্রবার আক্রান্ত ১৪৬ জন।

নদিয়া – আক্রান্ত ১২৫। শুক্রবার আক্রান্ত ১২৫ জন।

পশ্চিম বর্ধমান – আক্রান্ত ১০৪ । শুক্রবার আক্রান্ত ১১৯ জন।

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ৯৬। শুক্রবার আক্রান্ত ১০৪ জন।

দার্জিলিং- আক্রান্ত ৬১। শুক্রবার আক্রান্ত ১০১ জন।

বীরভূম- আক্রান্ত ১০৮ । শুক্রবার আক্রান্ত ৮৩ জন।

পূর্ব বর্ধমান- আক্রান্ত ১০৯ । শুক্রবার আক্রান্ত ১০১ জন।

পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ১৬। শুক্রবার আক্রান্ত ২৪ জন।

জলপাইগুড়ি – আক্রান্ত ৭৮ । শুক্রবার আক্রান্ত ৮৩ জন।

মুর্শিদাবাদ – আক্রান্ত ১২। শুক্রবার আক্রান্ত ২১ জন।

মালদহ – আক্রান্ত ৪৬। শুক্রবার আক্রান্ত ৫২ জন।

উত্তর দিনাজপুর – আক্রান্ত ৭৫। শুক্রবার আক্রান্ত ৩২ জন।

আলিপুরদুয়ার – আক্রান্ত ১৬ । শুক্রবার আক্রান্ত ১৪ জন।

বাঁকুড়া – আক্রান্ত ৩৮ । শুক্রবার আক্রান্ত ২৪ জন।

দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ৪৩ । শুক্রবার আক্রান্ত ২২ জন।

পুরুলিয়া – আক্রান্ত ৩৭ । শুক্রবার আক্রান্ত ৩০ জন।

ঝাড়গ্রাম – আক্রান্ত ২৯ । শুক্রবার আক্রান্ত ৭ জন।

কোচবিহার – আক্রান্ত ২৫। শুক্রবার আক্রান্ত ২৯ জন।

কালিম্পং – আক্রান্ত ০ । শুক্রবার আক্রান্ত ২৮।