BJP Bengal: জেলা সভাপতির অপসারণ চেয়ে চিঠি দিলেন দলেরই ১৩ জন নেতা
BJP Bengal: দলের নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করছেন একাংশ। এমন ঘটনা আগেও দেখা গিয়েছে বিজেপির অন্দরে।
অঞ্জন রায়, কলকাতা: ক্রমশ আরও প্রকট হচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন দলের কোনও কোনও সদস্য। এবার সেই ছবিই দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে অপসারণের দাবি জানালেন বিজেপি নেতারা। মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্যের অপসারণের দাবি জানিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন ওই নেতারা। ১৩ জনের স্বাক্ষর সহ ওই চিঠি পাঠানো হয়েছে।
বিজেপি সূত্রে খবর, অনেক দিন ধরেই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ সামনে আসছিল। স্থানীয় নেতাদের দাবি, তাঁদের না জানিয়েই একের পর এক দলীয় সিদ্ধান্ত নিচ্ছেন সভাপতি। পাশাপাশি, টাকার লোভে দলে বিভিন্ন পদ ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অন্যান্য নেতারা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মণ্ডল সভাপতি, ব্লক ইনচার্জ সহ একাধিক পদে নিয়োগের ক্ষেত্রে জেলা সভাপতি নিজে সিদ্ধান্ত গ্রহণ করছেন, কারও পরামর্শ নিচ্ছেন না। পদ দেওয়ার নামে তিনি টাকা তুলছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নেতাদের দাবি, এই সব নিয়ে প্রতিবাদ জানালে শো-কজ করা হচ্ছে তাঁদের।
কয়েকদিন আগে ময়নাগুড়ির বিজেপির মহিলা মোর্চার সদস্যরা দাবি করেন, বিধানসভার বিজেপি প্রার্থীকে হারাতে উস্কানি দিয়েছিলেন খোদ জেলা সভাপতিই। জেলা সভাপতি বাপি গোস্বামীর সঙ্গে তৃণমূলের গোপন যোগ থাকার কথাও বলেছেন একাংশ। এবার অভিযোগ উঠল মথুরাপুরে।
শুধু জেলা স্তরে নয়, রাজ্যস্তরেও বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে দলের অনেক সদস্যকে। এমনকি এই অভিযোগ জানিয়ে দলও ছেড়েছেন কেউ কেউ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই আসছে অভিযোগ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে সব দল যখন প্রস্তুতি শুরু করেছে, তখন এই দ্বন্দ্ব প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।