Suvendu Adhikari: রাজ্যের ‘স্টিকার পলিটিক্স’, প্রকল্পের ‘নাম বদলে’ কেন্দ্রের কাছে অভিযোগ শুভেন্দুর
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, "প্রত্যেক বিষয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা, মিথ্যা প্রচার, স্টিকার পলিটিক্স, নাম কেনা, জনগণকে বিভ্রান্ত করা, কেন্দ্রীয় সরকার এবং ভারতের প্রধানমন্ত্রীর অবদানকে অস্বীকার করার যে রাজনীতি (শাসক দল) করছে, তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি।"
কলকাতা : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত। এবার এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি অভিযোগ তুলেছেন পুরুলিয়ার এক বিডিও-র বিরুদ্ধে। শুভেন্দুর অভিযোগ, রঘুনাথপুরের বাসিন্দা অশ্বিনী মাহাতকে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি সম্পূর্ণ করার জন্য নোটিস পাঠিয়েছেন স্থানীয় বিডিও। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে পাঠানো চিঠিতে ওই বিডিও-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি মানবাজার, রঘুনাথপুর সহ পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর জন্যও অনুরোধ করেছেন তিনি। যদিও কোনও বিডিও-র বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁর নাম স্পষ্ট করে সাংবাদিকদের সামনে জানাননি শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আরও বলেন, “প্রত্যেক বিষয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা, মিথ্যা প্রচার, স্টিকার পলিটিক্স, নাম কেনা, জনগণকে বিভ্রান্ত করা, কেন্দ্রীয় সরকার এবং ভারতের প্রধানমন্ত্রীর অবদানকে অস্বীকার করার যে রাজনীতি (শাসক দল) করছে, তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি।”
উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির নামবদল ঘিরে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে তৃণমূলের থেকেও অভিযোগ তোলা হয়েছিল, কেন্দ্র প্রকল্পের জন্য টাকা দিচ্ছে না। এই নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখাও করেছিলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। প্রশ্ন তোলা হয়েছিল, কেন টাকা আটকে রাখা হচ্ছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরিকেও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) প্রকল্পকে ‘বাংলার বাড়ি’ হিসেবে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকল্পের ফলকের উপর নতুন করে কেন্দ্রীয় প্রকল্পের নাম লেখা স্টিকার সাঁটিয়ে দেওয়ার অভিযোগও তুলেছিল বিজেপি শিবির। এবার সেই নিয়ে আরও সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা।