Suvendu Adhikari: ‘আমি আক্রান্ত হয়েছি তৃণমূলের হাতে’, কী হল হঠাৎ শুভেন্দু অধিকারীর

Suvedu Adhikari: শুভেন্দু বলেন, "একুশ সালের পর লাগাতার আমার বাড়ি আক্রমণ হয়েছে। আমি সেখানে সপ্তাহে এক -দু'দিন থাকি কি না সন্দেহ আছে। আমার মা বাবাও আক্রান্ত হয়েছেন। সারা রাত ডিজে বক্স বাজানো হয়।" সঙ্গে এও বলেন, "আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাই।"

Suvendu Adhikari: 'আমি আক্রান্ত হয়েছি তৃণমূলের হাতে', কী হল হঠাৎ শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 13, 2024 | 6:20 PM

কলকাতা: বিরোধীদের উপর হামলা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়য়ের নির্দেশে। এমনই অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তুলে ধরেছেন ২০১৩ সালের প্রসঙ্গও। শুধু তাই নয়, তাঁর বাবা-মাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুভেন্দু বলেন, “একুশ সালের পর লাগাতার আমার বাড়ি আক্রমণ হয়েছে। আমি সেখানে সপ্তাহে এক -দু’দিন থাকি কি না সন্দেহ আছে। আমার মা বাবাও আক্রান্ত হয়েছেন। সারা রাত ডিজে বক্স বাজানো হয়।” সঙ্গে এও বলেন, “আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাই। শুধু মাত্র ৮৭ বছরের বাবা ও ৭৬ বছরের মাকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য আমায় ব্যবস্থা নিতে হয়েছে। আমি নিজেও আক্রান্ত।”

এরপর তাঁর ভাড়া বাড়িতে পুলিশি অভিযান নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা। বলেন, “ষষ্ঠ দফার নির্বাচনের আগে কোলাঘাটে ভাড়া বাড়িতে ভিডিয়োগ্রাফি না করে আক্রমণ করা হয়েছে। আমি নিজেই আক্রান্ত। সাত-আট জায়গায় আমায় বাধা দেওয়া হয়েছে। যাতে আমি মিটিংয়ে পৌঁছতে না পারি। এই কালচার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার।”