Kolkata: মেয়ের বিয়ের ২০ দিনের মাথায় গল্ফগ্রিনে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, আটক জামাই
Golf Green: প্রতিবেশীরা জানাচ্ছেন শুক্রবার রাতেও টাকা নিয়ে শ্বশুরের সঙ্গে বচসা হয়েছিল জামাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ৩০ নম্বর কলাবাগান লেনে। এখানেই বাড়ি ওই বৃদ্ধের। সেখানেই বাড়ির উঠোন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

কলকাতা: খাস কলকাতায় ফের খুন। গল্ফগ্রিনে বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী খুনে স্ক্যানারে জামাই সঞ্জীব দাস। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিয়ের ২০ দিনের মধ্যে টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ওই সঞ্জীবের বিরুদ্ধে। প্রতিবেশীরা জানাচ্ছেন শুক্রবার রাতেও টাকা নিয়ে শ্বশুরের সঙ্গে বচসা হয়েছিল জামাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ৩০ নম্বর কলাবাগান লেনে।
এখানেই বাড়ি সৌমিক কুমার গুপ্ত নামে ওই বৃদ্ধের। সেখানেই বাড়ির উঠোন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, বৃদ্ধের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্র মারফত আরও জানা যাচ্ছে বৃদ্ধের বাড়িতেই তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে থাকত। মেয়ের ২০ দিন আগে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই মেয়ের বাড়িতে ঝামেলাও লেগে ছিল। জামাই প্রায়শই মেয়ের উপর অত্যাচার করত। মাঝেমাঝে শ্বশুরবাড়িতে এসেও ঝামেলা করত। শুক্রবার রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক চিৎকার-চেঁচামেঁচিও হয়।
স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন, ঝামেলার সময় ধাক্কা মেরে বৃদ্ধকে খাট থেকে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের সাইন্টেফিং উইং এবং লালবাজারের হোমিসাইড শাখা এসে ঘটনার তদন্ত শুরু করেছে। নমুনাও সংগ্রহ করা হয়েছে। এদিন সকালে ১০০ ডায়ালের মাধ্যমেই পুলিশ ঘটনার কথা জানতে পারে। তারপরই ঘটনাস্থলে আসে। জামাইয়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও।
