Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Protest: ডিএ আন্দোলনকারীদের ‘নবান্ন চলো’য় অনুমতি বিচারপতি মান্থার, তিনদিন ধরে চলবে অবস্থান

DA: ডিএ আন্দোলনকারীদের আদালত বলে, নবান্নের কাছে বসতে হলে ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। জাতীয় সড়কের উপর যাতে কোনও প্রভাব না পরে সেদিকেও খেয়াল রাখতে হবে। সর্বোপরি দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন।

DA Protest: ডিএ আন্দোলনকারীদের 'নবান্ন চলো'য় অনুমতি বিচারপতি মান্থার, তিনদিন ধরে চলবে অবস্থান
নবান্নের সামনে ধরনায় বসার অনুমতি হাইকোর্টের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 3:13 PM

কলকাতা: শর্তসাপেক্ষে নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথমঞ্চের ধরনায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ডিএর দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ধরনায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। আদালতের শর্ত, ৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধরনামঞ্চে থাকতে পারবেন না। বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথমঞ্চের ধরনা চলছে। শহিদ মিনারে অবস্থানে তারা। এবার নবান্নের কাছেও ধরনায় বসবেন। এই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই হাইকোর্টে যায় তারা।

এদিন মামলার শুনানিপর্বে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এসএসসি অবস্থানকারীদের কাছে গিয়েছেন সরকারি প্রতিনিধি। অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। সরকারের এই ভূমিকা তারিফ যোগ্য। এরপরই ডিএ আন্দোলনকারীদের আদালত বলে, নবান্নের কাছে বসতে হলে ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। জাতীয় সড়কের উপর যাতে কোনও প্রভাব না পরে সেদিকেও খেয়াল রাখতে হবে। সর্বোপরি দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন।

এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। বিচারপতি মান্থা প্রশ্ন করেন, ‘আন্দোলন করতে আর কোনও জায়গা বাকি নেই। ১৪৪ ধারার মধ্যে অবস্থানের অনুমতি দিলে নবান্ন বাসস্ট্যান্ডে কেন নয়?’ রাজ্যের তরফে বলা হয়, ‘এভাবে ধরনা দিয়ে কিছু হয় না।’ পাল্টা বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, ‘কে বলেছে হয় না? নিয়োগ নিয়ে ছেলে মেয়েরা ধরনায় বসে আছে বলেই তো সরকার গিয়ে তাদের সঙ্গে কথা বলছে।’ এদিকে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের স্লোগান, ‘জোট বাঁধো তৈরি হও কায়েম করতে অধিকার।’