AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘এক সময়ের সহকর্মী, তাই…’, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর্জি কেন শুনতে পারবেন না, তা জানিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

Calcutta High Court: প্রসঙ্গত, গত ৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে  খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনই গন্ডগোলের সূত্রপাত।

| Edited By: | Updated on: May 15, 2024 | 12:26 PM
Share

কলকাতা: ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। একসময়ের ‘কলিগ’,  তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন মামলা। সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবি জানিয়ে তিনি মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য, এফআইআর দায়ের হওয়ায় নির্বাচনী কাজে সমস্যা হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্তে এজলাসে মামলা দায়ের হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সে মামলা ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনলেন না জয় সেনগুপ্ত।

প্রসঙ্গত, গত ৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে  খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনই গন্ডগোলের সূত্রপাত। মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে দিন তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অভিজিতের মিছিল সেখানে পৌঁছতেই চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখান। তখন স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি, এমনকি ইটও ছোড়া হয় বলে অভিযোগ। তাতে অনশন মঞ্চে থাকা চাকরিহারাদের কয়েকজন আহত হন বলে অভিযোগ। তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়।