মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর তদন্তের রিপোর্ট দু’সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

মইদুল ইসলাম মিদ্যার (Maidul Islam Midya) মৃত্যু নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল লালবাজার (Kolkata Police)। সেই মামলার অগ্রগতি নিয়ে এ দিন বিশেষ তদন্তকারী দলকে দু'সপ্তাহের মধ্যে বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর তদন্তের রিপোর্ট দু'সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ
Follow Us:
| Updated on: Feb 23, 2021 | 4:17 PM

কলকাতা: নবান্ন অভিযানে শামিল হয়ে আঘাত পাওয়া মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার (Maidul Islam Midya) মৃত্যু নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল লালবাজার (Kolkata Police)। সেই মামলার অগ্রগতি নিয়ে এ দিন বিশেষ তদন্তকারী দলকে দু’সপ্তাহের মধ্যে বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে লালবাজারকে। আগামী ১২ মার্চ ফের এই মামলা আদালতে উঠবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দিন সাতেক আগেই মইদুলের মৃত্যুর তদন্ত করতে সিট গঠন করেছিল লালবাজার। পুলিশ সূত্রে দাবি করা হয়, মইদুলকে আহত অবস্থায় জানবাজারের একটি হোটেলের সামনে পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেই তথ্য জানতে পেরেছেন তদন্তকারিকরা। কীভাবে জানবাজারের হোটেলের সামনে এলেন মইদুল। এই প্রশ্নের উত্তর খুঁজতে উঠেপড়ে লেগেছে লালবাজার। নবান্ন অভিযানের দিনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে জানবাজারের ওই হোটেলের সামনে মইদুল পৌঁছলেন, তা খতিয়ে দেখবে ওই সাত সদস্যের তদন্তকারী দল। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদক কাণ্ডে রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকতে বাধা লালবাজারের কর্তাদের, হাতুড়ি নিয়ে তৈরি হচ্ছে পুলিশ

তদন্তকারীদের আরও দাবি, মইদুল ইসলামের পড়ে থাকার ছবি দেখা গেলেও তিনি যে পুলিশের লাঠির আঘাতেই আহত হয়েছিলেন সেই ধরনের কোনও ছবি এখনও সামনে আসেনি। উল্লেখ্য, মইদুলের মৃত্যুর ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল নিউ মার্কেট থানায়। তারপর থেকেই নিউ মার্কেট থানা ও লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন। যদিও মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বাম কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন: সওয়া এক ঘণ্টা! রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই