Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাইগার রিজার্ভ-সহ একাধিক এলাকায় ‘প্রবেশ নিষেধ’! সুন্দরবন বাঁচাতে নির্দেশ হাইকোর্টের

বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, এবং জঙ্গলের অভ্যন্তরীণ এলাকায় জঙ্গলরক্ষী বাহিনী ছাড়া সাধারণ মানুষ ও পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করল হাইকোর্ট।

টাইগার রিজার্ভ-সহ একাধিক এলাকায় 'প্রবেশ নিষেধ'! সুন্দরবন বাঁচাতে নির্দেশ হাইকোর্টের
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 10:19 PM

কলকাতা: সুন্দরবনের (Sunderban) জীবজগৎ বাঁচাতে এ বার নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, এবং জঙ্গলের অভ্যন্তরীণ এলাকায় জঙ্গলরক্ষী বাহিনী ছাড়া সাধারণ মানুষ ও পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করল হাইকোর্ট। আদালতের এই নির্দেশের ফলে পরিবেশপ্রেমীরা খুশি হলেও সুন্দরবনের প্রায় ৪৬ লক্ষ মানুষের জীবন-জীবিকা প্রশ্নের মুখে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ছয় মাস প্রাথমিকভাবে এই নির্দেশ বলবৎ থাকবে। তারপরে প্রয়োজনে নির্দেশে কিছু সংযোজন বা বিয়োজন করা যেতে পারে। তবে যে মানুষদের জীবন ও জীবিকা সুন্দরবনের পর্যটকদের উপর নির্ভরশীল, বা মৎসজীবীরা ওই এলাকার ভরসায় নিজেদের রুজি-রুটির বন্দোবস্ত করেন, তাঁদের দুশ্চিন্তা গ্রাস করেছে।

সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস এবং ভেড়ি তৈরির বিরোধিতা করে একটি মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের তরফে রিপোর্ট জমা পড়ে। হাইকোর্ট সেই রিপোর্ট দেখে গভীর উদ্বেগ প্রকাশ করে এহেন রায় ঘোষণা করে। দুই জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ কার্যকর করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটে লড়ছেন না দিলীপ, আরও ৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির

দীর্ঘ কয়েক বছর ধরেই অরণ্যের জমিতে লাগাতার বেআইনি পথে মাছের ভেড়ি বানানো হচ্ছে। চিংড়ি চাষের জন্য নোনা জলের অজস্র ভেড়ি রাতারাতি গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো। ফলে একদিকে যেমন বনাঞ্চল নষ্ট হচ্ছে, অন্যদিকে সুন্দরবনের প্রাণীকূলও সঙ্কটের মধ্যে পড়ছে। এই অভিযোগেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন: ‘ক্ষমতায় আসতে পারবেন না, তাই ভোটটা তৃণমূলকে দিন’, বামপন্থীদের বার্তা মমতার