AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: হকারদের দখলে শহরের ফুটপাথ? বেআইনি দখলদারি বন্ধ করতে কড়া হাইকোর্ট

Illegally occupied footpath: কলকাতা শহরে ফুটপাথ দখল করে রাখা ও হকারদের যত্রতত্র বসে যাওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ প্রধান বিচারপতি। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলার শুনানির সময় কলকাতা ও শহরতলির বেশ কিছু জায়গার প্রসঙ্গও তুলে ধরেন।

Calcutta High Court: হকারদের দখলে শহরের ফুটপাথ? বেআইনি দখলদারি বন্ধ করতে কড়া হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 5:00 PM
Share

কলকাতা: কলকাতা পুরভবন সংলগ্ন এলাকায় বেআইনি দখলদারি রুখতে এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বেআইনি দখলদারি চিহ্নিতকরণের জন্য সময়সীমা বেঁধে দিল আদালত। আগামী ৬ সপ্তাহের মধ্যে বেআইনি দখল চিহ্নিত করে সরাতে হবে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি শহরের কোন জায়গাটি ভেন্ডিং জ়োন এবং কোন জায়গাটি নন ভেন্ডিং জ়োন, তাও চিহ্নিতকরণের কাজ ৬ সপ্তাহের মধ্যে সেরে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কলকাতা শহরে ফুটপাথ দখল করে রাখা ও হকারদের যত্রতত্র বসে যাওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ প্রধান বিচারপতি। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলার শুনানির সময় কলকাতা ও শহরতলির বেশ কিছু জায়গার প্রসঙ্গও তুলে ধরেন। প্রধান বিচারপতির মন্তব্য, নিউটাউনের বিভিন্ন জায়গায় রাস্তার দু’ধারে হকাররা বসে রয়েছেন। ধর্মতলাতেও গ্র্যান্ড হোটেলের নীচে থাকা দোকানগুলির কথাও উঠে আসে প্রধান বিচারপতির কথায়। প্রধান বিচারপতি বললেন, গ্র্যান্ড হোটেলের নীচে অনেক দোকান আছে। কিন্তু সেই দোকানগুলির সামনের ফুটপাথ দখল করে রাখা হয়েছে। পরিস্থিতি এমন যে দোকানগুলি ঠিকভাবে দেখাই যায় না, সেই কথাও জানালেন প্রধান বিচারপতি।

মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত এদিন কলকাতা পুরনিগম সংলগ্ন এলাকার ছবিও আদালতে পেশ করেন এবং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি মামলার শুনানি চলাকালীন এদিন মন্তব্য করেন, “শহরে একটি প্রবণতা রয়েছে, কোথাও কেউ ফুটপাথে বসে পড়লেই সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন। এক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে।”

মামলাকারীর আইনজীবীর জমা দেওয়া ছবি দেখে প্রধান বিচারপতি কলকাতা পুরনিগমের আইনজীবীর উদ্দেশে বলেন, বিষয়টি দেখার জন্য। প্রধান বিচারপতি আরও মন্তব্য করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন। এই নিয়ে রাজনীতি না করার পরামর্শও দেন প্রধান বিচারপতি। বললেন, “এই বিষয়ে রাজনীতি জড়িয়ে গেলেই আর কাজ হবে না।”

এদিন হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান,কিছু হেরিটেজ বাজার এলাকা চিহ্নিত করা হয়েছে। রাজ্য সেগুলি নিয়ে ব্যবস্থাও নিচ্ছে। অ্যাডভোকেট জেনারেল জানান, “ভেন্ডিং কমিটির ১০৪টি লোকাল বডি রয়েছে। সেই লোকাল বডিগুলিকে ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোনটি ভেন্ডিং জ়োন ও কোনটি নন ভেন্ডিং জ়োন না চিহ্নিত করার জন্য।” সেই শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, লোকাল বডিগুলিকে এই চিহ্নিতকরণের কাজ ৬ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে।