SSC Recruitment Case: এসএসসি মামলায় নজিরবিহীন নির্দেশ, প্রাক্তন উপদেষ্টার সম্পত্তির হিসেব চাইল আদালত
SSC Recruitment Case: এই মামলার শুনানিতে শান্তি প্রসাদবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আদালতে। ভর্ৎসনাও করা হয় তাঁকে। তাঁর সুপারিশে হওয়া নিয়োগ নিয়েই অভিযোগ উঠেছিল।
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগ নতুন নয়। কখনও গ্রুপ ডি, কখনও এসএলএসটি-তে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেরকমই একটি দুর্নীতির মামলায় এবার নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত অভিযোগের মামলায় এসএসএসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চাইল আদালত। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ৩১ মার্চের মধ্যে শান্তি প্রসাদের সব সম্পত্তির হিসেব জমা দেওয়া হয়। নবমও দশম শ্রেনিতে নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল।
এর আগে এই মামলার শুনানিতে শান্তি প্রসাদবাবুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আদালতে। ভর্ৎসনাও করা হয় তাঁকে। তাঁর সুপারিশে হওয়া নিয়োগ নিয়েই অভিযোগ উঠেছিল। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। আর এবার তাঁরই সম্পত্তির হিসেব চাওয়া হল। এ ভাবে তাঁর সম্পত্তির খতিয়ান চাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে আইনজীবী মহল। আদতে তাঁর সম্পত্তির হিসেব দেখে আদালত বুঝতে চাইছে, নিয়োগের ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না।
এই মামলায় চার মামলাকারীর বক্তব্য ছিল, পুরনো প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে। যাঁরা যোগ্য তাঁদের কমিশন চাকরি দেয়নি বলেই দাবি করেন মামলাকারীরা। গত ১ ফ্রেব্রুয়ারি তথ্য জানার অধিকারে মামলাকারী স্কুলের কাছে জানতে চান ইনসান আলি নামে এক শিক্ষক সম্পর্কে। এই ইনসান আলির নিয়োগ নিয়েই অভিযোগ ওঠে এসএসসি-র বিরুদ্ধে। এই শান্তি প্রসাদবাবুর সুপারিশেই ওই ইনসান আলির নিয়োগ যাঁর নিয়োগ নিয়েই অভিযোগ। সেখানে জানা যায় ইনসান ওবিসি প্রার্থী। নিয়োগের ছ বছর পর কেন মামলা দায়ের হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও সে কথা কানে তোলেনি আদালত। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। এর আগে এই মামলার অভিযোগ শুনে আদালত মন্তব্য করেছিল, এটা হিমশৈলের চূড়া মাত্র।
আরও পড়ুন : Bagtui Massacre: ‘শুধু ভাদু-আনারুলের লড়াই নয়, গোটা তৃণমূল জড়িত’! বগটুইকান্ডে সুর চড়ালেন শমীক
আরও পড়ুন : Water Supply in Kolkata: শনিবার সকাল থেকেই বন্ধ জল! তীব্র সঙ্কটের আশঙ্কা কলকাতায়