ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির, ৬০-এ পা রেখেই বড় সিদ্ধান্ত মিস্টার পারফেকশনিস্টের
Aamir Khan: দীর্ঘ কেরিয়ারে বহু অদেখা মুহূর্তের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। মাঝে মধ্যে সেই সকল বিশেষ মুহূর্তও ভাগ করে নিতে পারেন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে। এই চ্যানেল নিয়ে তাই আমির অনুরাগীদের মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

সদ্য ৬০-এ পা দিয়েছেন অভিনেতা আমির খান। বলিউডে তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করে চলেছেন তিনি। আজও তাঁর ছবি মানেই দর্শকদের কাছে এক বিশেষ পাওয়া। যদিও শেষ কয়েকবছরে বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি মিস্টার পারফেকশনিস্ট। তবুও বলিউডের তিনি অন্যতম স্তম্ভ। এবার নিয়ে ফেললেন এক বড় সিদ্ধান্ত। ইউটিউব জগতে পা রাখলেন তিনি। চ্যানেলের নাম দিলেন ‘আমির খান টকিজ’।
কী পাওয়া যাবে এই চ্যানেলে? এবার আমির খানের প্রযোজনা সংস্থা থেকেই সেই তথ্য আনা হল সামনে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার অধীনে যে যে ছবির কাজ হবে, তার ক্যামেরার পিছনে থাকা নানা মুহূর্ত এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। নানা হাসি-ঠাট্টা-কান্নার মুহূর্ত থাকে, পাশাপাশি সকলের যে কঠিন পরিশ্রম লুকিয়ে থাকে একটি প্রজেক্টের পিছনে, সেই সব মুহূর্তই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। অনেক ছবির ক্ষেত্রে এমনটা দেখা যায়, খুব যত্ন নিয়ে তৈরি করা মুহূর্ত নানা কারণে সেন্সরের কাঁচির আওতায় পড়ে ছবি থেকে বাদ হয়ে যায়। সেই সব আনকাট দৃশ্যগুলোও এই চ্যানেলে তুলে ধরা হবে জানানো হচ্ছে।
View this post on Instagram
দীর্ঘ কেরিয়ারে বহু অদেখা মুহূর্তের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। মাঝে মধ্যে সেই সকল বিশেষ মুহূর্তও ভাগ করে নিতে পারেন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে। এই চ্যানেল নিয়ে তাই আমির অনুরাগীদের মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।





