Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যতদিন আয়ু লেখা আছে…’, হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সলমন

Salman Khan: ১৯৯৯ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করেছিল সলমন। তারপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। ২০২৪-এ সলমন ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়।

'যতদিন আয়ু লেখা আছে...', হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সলমন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2025 | 1:26 PM

সলমন খান, গত দুই বছর ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁর নিরাপত্তাকে কেন্দ্র করে। ভাইজানের সুরক্ষা নিয়ে প্রতিটা মপহূর্তে অনুরাগীদের মনে উদ্বেগ থাকে তুঙ্গে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে একাধিকবার হুমকি পেয়েছেন তিনি। কখনও চাওয়া হয়েছে ক্ষতিপূরণ, কখনও আবার তাঁকে খুন করার চেষ্টা, দেখানো হয়েছে ভয়ও। পরিস্থিতি খতিয়ে দেখে মুম্বই পুলিশের তরফ থেকে বা়ড়ানো হয়েছে ভাইজানের নিরাপত্তাও। একাধিক অনুষ্ঠান-শো তাঁকে বাতিল করতে হয়েছে একাধিকবার।

এই নিয়ে যদিও কখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি সলমন খানকে। তবে এবার সিকন্দর ছবির প্রচারে এসে সলমন খান নিজের নিরাপত্তা প্রসঙ্গে ও হত্যার হুমকি প্রসঙ্গে মুখ খুললেন। বললেন, “ভগবান-আল্লাহ সব ওঁর ওপর। আয়ু যতটা লেখা আছে, ততটাই। কখনও-কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, ওটাই সমস্যা হয়ে দাঁড়ায়।”

প্রসঙ্গত, ১৯৯৯ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করেছিল সলমন। তারপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। ২০২৪-এ সলমন ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। সলমনের সঙ্গে বন্ধুত্বের মাশুল দিতে হয়েছে বাবা সিদ্দিকিকে, খুনের দায় স্বীকার করে এমনটাই বলেছিলেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। একইসঙ্গে সতর্কবার্তা দিল সলমন খানের জন্যও। জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে হুমকি দিয়ে বলা হয়েছে, যারাই সলমন খানকে সাহায্য করবে, তাদের একই পরিণতি হবে!