Calcutta High Court: টাকিতে ইছামতীর পাড়ে বাড়ছে বেআইনি নির্মাণ? মামলা হাইকোর্টে
Allegation of construction hotel illegally: আবেদনকারীর আইনজীবী দিগন্ত বোস বলেন, সেচ দফতরের জায়গা দখল করে ইছামতীর পাড়ে বেআইনি নির্মাণগুলি তৈরির অভিযোগে সম্প্রতি রাজ্যের পরিবেশ দফতর, সেচ দফতর, টাকি পৌরসভা, বসিরহাট মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জানান এক পরিবেশবিদ। এবার তা নিয়েই মামলা দায়ের হল হাইকোর্টে।

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার টাকি রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সেই টাকির ইছামতীর পাড়ে গজিয়ে উঠেছে একের পর এক বিলাসবহুল হোটেল-রিসর্ট। বেআইনিভাবে সেগুলি তৈরি করা হচ্ছে। এমনই অভিযোগে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আবেদনকারীর আইনজীবী দিগন্ত বোস বলেন, সেচ দফতরের জায়গা দখল করে ইছামতীর পাড়ে বেআইনি নির্মাণগুলি তৈরির অভিযোগে সম্প্রতি রাজ্যের পরিবেশ দফতর, সেচ দফতর, টাকি পৌরসভা, বসিরহাট মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জানান এক পরিবেশবিদ। এবার তা নিয়েই মামলা দায়ের হল হাইকোর্টে।
ওই হোটেলগুলি যে বেআইনি তা রিপোর্ট দিয়ে আগেই জানিয়েছে সেচ দফতর। জানা গিয়েছে, ওই হোটেলগুলির মধ্যে একটির মালিকানা রয়েছে তৃণমূলের একটি সংখ্যালঘু সেলের সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের নামে। তিনিই প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ওই নির্মাণ করেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়। এই সপ্তাহে মামলাটি হাইকোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা।
টাকি রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। বহু মানুষ সেখানে ঘুরতে আসেন। বিশেষ করে শীতকালে ভিড় জমান পর্যটকরা। পর্যটকদের জন্য হোটেল ব্যবসাও বাড়ছে। আর তার সঙ্গেই বেআইনিভাবে হোটেল নির্মাণ বাড়ছে বলে অভিযোগ। এই মামলায় হাইকোর্ট কী রায় দেয়, সেদিকে নজর সবার।
