সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে আয়কর কর্তাদের হানা, এনামূল-যোগ বলছে সূত্র

এনামূলের অবৈধ টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হতো। এদিন সেরকমই কয়েকজনের বাড়িতে হানা দেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে আয়কর কর্তাদের হানা, এনামূল-যোগ বলছে সূত্র
গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হক।
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 11:39 AM

কলকাতা: একদিকে আসানসোল, রানিগঞ্জে যখন কয়লা-কাণ্ডে অভিযান চালাচ্ছে সিবিআই, কলকাতায় তখন আয়কর দফতরের হানা। বুধবার সকালে সল্টলেকে অভিযান চালান দফতরের আধিকারিকরা।

সাতসকালে বিজন হালদার নামে সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আয়কর দফতরের বেশ কয়েকজন আধিকারিক। তাঁর কাছে হিসাব বহির্ভূত টাকা রয়েছে, এমনটাই খবর আধিকারিকদের কাছে। সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামূল হকের সঙ্গেও তাঁর যোগ রেয়েছে। প্রায় ১৫ বছর ধরে সল্টলেক বিবি ব্লকে পরিবার নিয়ে থাকেন বিজন। তবে এলাকায় খুব একটা মেলামেশা করেন না।

আরও পড়ুন: আপডেট: কয়লাকাণ্ডে এবার বিনয় মিশ্রর ভাইকে তলব সিবিআইয়ের

আয়কর দফতর সূত্রে খবর, এনামূলের অবৈধ টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হতো। এদিন সেরকমই কয়েকজনের বাড়িতে হানা দেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। তালিকায় নাম রয়েছে বিজনেরও। সল্টলেকের বিবি ব্লকের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁর বাড়ির মূল প্রবেশদ্বারে সিআরপিএফ মোতায়েন করে ভিতরে প্রবেশ করেন আয়কর কর্তারা।