Sheikh Sahajahan: এরাই কি দলবল জুটিয়ে মেরেছিল ED-কে? উত্তর খুঁজছে CBI
ED Attack: উল্লেখ্য়, গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই সময় দলবল জুটিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে শাহজাহানের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তভাব হাতে নিয়েছেন গোয়েন্দারা। ইতিমধ্যে গ্রেফতারও হন মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামের দুই ব্যক্তি।
কলকাতা: ইডির ওপর হামলার ঘটনায় নজরে শেখ শাহজাহান ঘনিষ্ট আরও বেশ কয়েকজন। ইতিমধ্যে সাত জনকে নোটিশ দিয়ে তলব করা হয়ছে বলেই সিবিআই সূত্রে খবর। শনিবার সন্ধ্যার পর বাড়িতে বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে। তাঁদের আজ সিবিআই দফতরে হাজিরার জন্য আসতে বলা হয়েছে।
উল্লেখ্য়, গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই সময় দলবল জুটিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে শাহজাহানের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তভাব হাতে নিয়েছেন গোয়েন্দারা। ইতিমধ্যে গ্রেফতারও হন মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামের দুই ব্যক্তি।
শুধু তাই নয়, শনিবার গ্রেফতার হন ধৃত শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, শাহজাহানকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তাঁর ভাই শেখ আলমগির। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সিবিআই অফিসে হাজিরার কথা ছিল আলমগিরের। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর গতকাল ফের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। সেই নোটিসে সাড়া দিয়ে যেতেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আলমগিরের উত্তর সন্তোষজনক হয়নি বলেই সূত্রের খবর। শেষে দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই। আজ তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট কোর্টে। প্রসঙ্গত, ইডির তদন্তকারী দলের উপর হামলার ঘটনার তদন্তে এদিন মোট ১৫ জনকে ডেকে পাঠানো হয়েছিল। এরপর আজ আরও সাতজনকে তলব করা হল।