West Bengal Assembly: MLA-রা বিধানসভায় রয়েছেন কিনা, দেখতে এবার ‘দিদিমণির’ সহসা ‘হানা’
Mamata Banerjee: মন্ত্রী হোক বা বিধায়ক, প্রত্যেককে ঢোকার সময়, বেরনোর সময় হাজিরা খাতায় সই করতে হচ্ছে। তবে শুধু হাজিরা খাতায় সই করানোই নয়, এবার যে কোনও সময় বিধানসভায় 'সারপ্রাইজ় ভিজ়িটে' চলে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিধায়কদের উপস্থিতি কেমন রয়েছে, তা নিজে সশরীরে দেখতে চলে যাবেন তিনি।
কলকাতা: নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই গতকাল দলীয় বিধায়কদের সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে শোনা গিয়েছে, অনেকেই না জানিয়ে বিধানসভায় আসছেন না। আর মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু হয়ে গেল। মন্ত্রী হোক বা বিধায়ক, প্রত্যেককে ঢোকার সময়, বেরনোর সময় হাজিরা খাতায় সই করতে হচ্ছে। তবে শুধু হাজিরা খাতায় সই করানোই নয়, এবার যে কোনও সময় বিধানসভায় ‘সারপ্রাইজ় ভিজ়িটে’ চলে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিধায়কদের উপস্থিতি কেমন রয়েছে, তা নিজে সশরীরে দেখতে চলে যাবেন তিনি।
শুক্রবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে দলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি জানিয়েছেন, এখন থেকে বিধায়কদের উপস্থিতি দেখতে যখন তখন বিধানসভায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সি বৈঠকে আরও বলেছেন, ‘রোজকার রিপোর্ট আমাকে দেবেন। আমি মমতাদি’কে দেব।’
উল্লেখ্য, দলীয় মন্ত্রী-বিধায়কদের হাজিরা নিয়ে কড়াকড়ি চালু করার চিন্তাভাবনা অনেকদিন ধরেই চলছিল তৃণমূলের অন্দরে। হাজিরা খাতার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। তবে এতদিন সেটি কার্যকর হয়নি। গতকাল নেতাজি ইনডোরে বিধায়কদের হাজিরা নিয়ে মমতার কড়া বার্তার পরই আজ থেকে বিধানসভায় দলীয় বিধায়কদের জন্য চালু হয়ে গেল হাজিরা খাতার ব্যবস্থা।
এদিকে বিধানসভায় মন্ত্রী-বিধায়কদরে জন্য হাজিরা খাতা চালু করার বিষয়টির সঙ্গে যদিও সহমত নন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, প্রত্যেক মন্ত্রী-বিধায়ককে নিজেদেরই দায়িত্ব-কর্তব্যের বিষয়ে সচেতন থাকা উচিত। প্রত্যেকের বিধানসভায় সময়মতো আসা প্রয়োজন। কিন্তু, এভাবে সই করার ব্যবস্থার সঙ্গে একমত নন ফিরহাদ। তাঁর বক্তব্য, ‘আমরা স্কুলে পড়ি নাকি!’
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সারপ্রাইজ় ভিজ়িটে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অতীতে বিভিন্ন সরকারি হাসপাতালে আগাম না জানিয়েই হঠাৎ পৌঁছে গিয়েছেন তিনি। হাসপাতালে কেমন কাজ চলছে, রোগী পরিষেবা কেমন চলছে, সব সরেজমিনে খতিয়ে দেখেছেন। আর এবার বিধানসভাতেও বিধায়কদের উপস্থিতি খতিয়ে দেখতে যখন তখন সারপ্রাইজ় ভিজ়িটে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কেন উপস্থিতি নিয়ে এত কড়াকড়ি শাসক শিবিরে ? সূত্রের খবর, এই নিয়ে বহুদিন ধরেই সমস্যা চলছিল । পরিষদীয় দলের তরফেও এর আগে পার্টির কাছে রিপোর্ট গিয়েছে। বহু সময় সকালের দিকে বহু বিধায়ক মন্ত্রী উপস্থিত থাকছে না বলে অভিযোগ উঠছিল। সেক্ষেত্রে, ভোটাভুটির সময় শাসক দলের ভোট পড়ছে কম পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। কারণ, বিরোধী দল সংখ্যায় কম হলেও অনুপাতে উপস্থিতি ভাল। দিনের পর দিন এমন পরিস্থিতি চলতে থাকা, মোটেই ভাল বার্তা যায় না। কোনও কোনও মন্ত্রীর উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছিল। এবার শেষমেশ কড়া বার্তা তৃণমূল দলের ।
এদিনের বৈঠকে এক শীর্ষ নেতা বলেছেন , উপস্থিতি এবং ভোটাভুটিতে অংশগ্রহণের প্রশ্নে শাসক শিবিরের থেকে বিরোধী বিধায়কদের পারফরমেন্স ভাল। উপস্থিতির নজরদারি আরও জোরালো করতে বায়োমেট্রিক ব্যবহার করার পরামর্শও দিয়েছেন বাবুল সুপ্রিয় এবং মদন মিত্র।
গতকাল মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে বলেছেন, ‘বিরোধীরা আজকাল সবেতেই ভোটাভুটি চায়।’ সেক্ষেত্রে বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতির হার ভোটাভুটিতে প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতেই হাজিরায় এই কড়াকড়ি বলে মনে করছেন অনেকে।