Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: বিচার চেয়ে হুইলচেয়ারে বসেই ‘রাজভবন অভিযান’, পুজো মিটতেই দ্রোহের ছবি রাজপথে

RG Kar Protest: রবিবারই আন্দোলনরত চিকিৎসকেরা ঘোষণা করেন, সিবিআই যাতে সঠিক তদন্ত করে সেই দাবি নিয়ে সোমবার রাজভবন অভিযান হবে। রাজনৈতিক ব্যানার বা পতাকা ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে পাশে দাঁড়ানো কথাও বলেছিলেন তিনি।

RG Kar Protest: বিচার চেয়ে হুইলচেয়ারে বসেই 'রাজভবন অভিযান', পুজো মিটতেই দ্রোহের ছবি রাজপথে
রাজভবন অভিযানে সাধারণ মানুষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 3:09 PM

কলকাতা: মিছিল আটকাতে জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। তবে মিছিলের দৈর্ঘ্য যে বেশ বড় হতে চলেছে, তা অভিযানের শুরুর ছবিটাই বলে দিচ্ছে। সোমবার বিকেলে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে। আর এদিন সেই অভিযানের অংশ হতে দলে দলে যোগ দিলেন সাধারণ মানুষ। সিবিআই যাতে সঠিক তদন্ত করে, সেই দাবি নিয়েই এদিন রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রবিবারই মিটেছে দুর্গা পুজো। আর তারপরই ফের  প্রতিবাদের স্বর আরও তীব্র হচ্ছে।

এদিন ডাক্তারদের কর্মসূচিতে সামিল হয়েছে নাগরিক সমাজ। অভিযানে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষ। পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মিছিলের পথ। সামনের সারিতে রয়েছেন চিকিৎসকরা। কিন্তু সেই মিছিলের শেষের দিকে রয়েছেন বহু সাধারণ মানুষ। অভিযানে অংশ নিয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তার দাবিতেই পথে নেমেছেন বলে জানিয়েছেন দেবলীনা।

মিছিলের অগ্রভাগে এদিন দেখা গেল এক বৃদ্ধাকে। হুইল চেয়ারে বসে, বিচারের দাবি তুলে একটি ব্যানার হাতে ধরে মিছিলে এগিয়ে চলেছেন তিনি। রয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে শিল্পী অনেকেই। ধর্মতলার অনশন মঞ্চ থেকে শুরু হয় মিছিল। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ।