Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress Candidates for bye election: উপনির্বাচনে চতুর্মুখী লড়াই, ৬ আসনেই প্রার্থী দিল কংগ্রেস

Congress Candidates for bye election: একুশের বিধানসভা নির্বাচনে একটি আসন পায়নি বাম ও কংগ্রেস। চব্বিশের লোকসভা নির্বাচনে জোট বেঁধেছিল তারা। কিছুদিন আগে অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট থাকবে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গতকাল শেষ মুহূর্ত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে যোগাযোগ করেন শুভঙ্কর সরকার।

Congress Candidates for bye election: উপনির্বাচনে চতুর্মুখী লড়াই, ৬ আসনেই প্রার্থী দিল কংগ্রেস
উপনির্বাচনে চতুর্মুখী লড়াই হতে চলেছে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 2:07 AM

কলকাতা: চব্বিশের লোকসভা নির্বাচনে যা দেখা যায়নি, উপনির্বাচনে তা হচ্ছে। ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনে এবার চতুর্মুখী লড়াই। মঙ্গলবার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। উপনির্বাচনে বামেরা যে কংগ্রেসের হাত ধরছে না, গতকালই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার কংগ্রেসও ৬টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল।

সিতাই আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন হরিহর রায়সিংহ। মাদারিহাটে হাত শিবিরের প্রার্থী হচ্ছেন চম্প্রমারি। নৈহাটি আসনে কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে। হাড়োয়া আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব রেজা চৌধুরী। মেদিনীপুর আসনে শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস। আর তালডাংরা আসনে কংগ্রেসের টিকিটে লড়বেন তুষারকান্তি সন্নিগ্রাহী।

একুশের বিধানসভা নির্বাচনে একটি আসন পায়নি বাম ও কংগ্রেস। চব্বিশের লোকসভা নির্বাচনে জোট বেঁধেছিল তারা। কিছুদিন আগে অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট থাকবে কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গতকাল শেষ মুহূর্ত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে যোগাযোগ করেন শুভঙ্কর সরকার। কিন্তু, তখন আর জোট নিয়ে আলোচনা সম্ভব নয় বলে বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়ে দেন। তারপর ৫টি আসনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। আইএসএফের জন্য দরজা খোলা রেখে একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এদিন হাড়োয়া আসনে পিয়ারুল ইসলামের নাম ঘোষণা করে আইএসএফ।

তারপরই রাতে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবঙ্গে ৬ প্রার্থীর নাম ঘোষণা করে। উপনির্বাচনে তাই এবার চতুর্মুখী লড়াই দেখা যাবে। একুশের নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৫টি আসন। আর বিজেপি পেয়েছিল একটি। উপনির্বাচনে কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার।