WB Panchayat Polls 2023: ‘স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, জাস্টিস চায়’, ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের

WB Panchayat Polls 2023: মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভোট-হিংসায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের এক সদস্যকে হোমগার্ডের চাকরি ও ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

WB Panchayat Polls 2023: 'স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, জাস্টিস চায়', ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 1:06 PM

কলকাতা: আমরা চাই না কারও মৃত্যু হোক, কাউকে ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সম্পর্কে এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবারই ভোটের হিংসায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, সবাই জীবনের সুরক্ষা চায়। জাস্টিস চায়।”

মুখ্যমন্ত্রী মৃত্যুর যা হিসেব দিয়েছেন, তা নিয়েও কটাক্ষ করেছেন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, মৃত্যু হয়েছে ৪৭ জনের আর মুখ্যমন্ত্রী বলছেন ১৯ জনের কথা। মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, উনি সব দেখতে পান না, শুনতেও পাননা। বিজেপি নেতার দাবি, সংবাদমাধ্যমে যে তথ্য তুলে ধরা হয়েছে, সেটা কোনওভাবেই অস্বীকার করা যায় না।

গণনার দিন যে বিপুল কারচুপি হয়েছে, সেই অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ গণনার দিন ফোন নামিয়ে রেখেছিলেন বিডিও-রা। জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা দাবি করেছেন, বিডিও যা বলার বলে দেওয়া হয়েছে।

রাজভবনের পিস রুমে ভোট সংক্রান্ত ৭৫০০ অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর, যা আদালতে পেশ করা হবে। দিলীপ ঘোষের দাবি, এমন হাজার হাজার অভিযোগ জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কোনও সুরাহা হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ থেকে ১২ জন তৃণমূলেরই লোক। মৃতদের মধ্যে সাত জনের মৃত্যু ভোটের দিন হয়েছে বলেও উল্লেখ করেছেন মমতা।