Sourav-Amit Shah: লুচি, বেগুন ভাজা, আলুর দম… শাহর জন্য সম্পূর্ণ নিরামিষ বাঙালি নৈশভোজ, হেঁশেলের তত্ত্বাবধানে সৌরভের মা
Amit Shah in Kolkata: অমিত শাহের নৈশভোজের সময় উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি সৌরভের দুই আপ্ত সহায়ক এবং দুই পরিচারিকাও থাকবেন সেই সময়ে।
কলকাতা : শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। কিন্তু এর মধ্যেও সময় বের করে নিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যাওয়ার। অমিত শাহকে শুক্রবার নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ। বিসিসিআই সভাপতির বাড়িতে শাহি নৈশভোজ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করে ফেলা হয়েছে। অমিত শাহ-সৌরভ গঙ্গোপাধ্যায় সৌজন্য সাক্ষাতে নিরাপত্তার জন্য পরিবারের মোট ৮ জনের থাকার অনুমতি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে অমিত শাহের নৈশভোজের সময় উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি সৌরভের দুই আপ্ত সহায়ক এবং দুই পরিচারিকাও থাকবেন সেই সময়ে।
কিন্তু ‘শাহি’ নৈশভোজের মেনুতে কী কী থাকছে? মমতার পরামর্শ দই, রসগোল্লা ব্যবস্থা কি করা হচ্ছে অমিত শাহর জন্য? সেই নিয়ে কৌতুহল বাড়ছে শহরবাসীর। অমিত শাহ আপদমস্তক নিরামিষাশী। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধাযায়ের তত্ত্বাবধানে পুরোপুরি নিরামিষ বাঙালি পদের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, অমিত শাহ সৌরভের বাড়িতে এসে পৌঁছালে তাঁকে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে সেই অনুযায়ী, ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা , ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির, দই, রসগোল্লা এবং কাজু বরফি।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহর এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে, অমিত শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হচ্ছে কি না, তা নিয়ে শহরবাসীর কৌতুহল তুঙ্গে। গতবছরের বিধানসভা নির্বাচনের আগেও সৌরভ বিজেপিতে যাবেন কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। আবার সৌরভ যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দুই রাজনৈতিক শিবিরের সঙ্গেই সৌরভের সম্পর্ক বেশ ভাল।
এদিকে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। বোর্ডের যাবতীয় প্রশাসনিক কাজ সৌরভের সঙ্গে হাতে হাত মিলিয়ে সামলান জয় শাহও। সেই দিক থেকেও শাহ পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে সৌরভের। সৌরভ নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে অমিত শাহর সম্পর্ক বহুদিনের, ২০০৮ সাল থেকে।