Durga Puja Weather Update: তৈরি হচ্ছে জোড়া নিম্নচাপ, পুজোর ৭ দিন আগে জানাল হাওয়া অফিস

Durga Puja Weather Update: আবহাওয়াবিদরা আগেই জানিয়েছেন, উত্তর পশ্চিম দিক থেকে বাংলায় ঠাণ্ডা ও শুকনো হাওয়া প্রবেশ করবে। উত্তর ভারত থেকেও হাওয়া ঢুকবে। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তেমন নেই। তবে নিম্নচাপের খবরে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়ছে বাঙালির কপালে।

Durga Puja Weather Update: তৈরি হচ্ছে জোড়া নিম্নচাপ, পুজোর ৭ দিন আগে জানাল হাওয়া অফিস
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 1:08 PM

কলকাতা: সপ্তাহ খানেক আগে পর্যন্তও কলকাতা তথা গোটা রাজ্যে এত বৃষ্টি হয়েছে, যার জেরে উদ্বেগ বেড়েছিল রাজ্যবাসীর। পুজো তো শুধু আনন্দ-উৎসব নয়, পুজোকে ঘিরে বহু মানুষের আয়ের সুযোগও থাকে। তাই পুজোর কয়েকটা দিন বৃষ্টি হলে অনেকেরই অসুবিধা হয়ে যায়। এবার পুজোর ঠিক সাত দিন আগে নিম্নচাপের খবর জানাল আলিপুর আবহাওয়া দফতর। একটি নয়, দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। একটি বঙ্গোপসাগরে, অন্যটি আরব সাগরে। নিম্নচাপের খবর স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ ফেলবে সাধারণ মানুষের।

তবে উদ্বেগের খুব বেশি কারণ নেই। আশার কথাই শুনিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপের কোনও প্রভাবই পড়বে না রাজ্যে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে, সেটি ক্রমশ এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুর দিকে। ফলে বাংলায় কোনও দুর্যোগ হবে না বলেই মনে করা হচ্ছে। রাজ্যের কোথাও ভারী বৃষ্টির ভয় নেই। পুজোয় ভাল আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি।

জানা যাচ্ছে, আগামী সপ্তাহে পুজোর চারদিনই বাতাস শুকনোই থাকবে, কমবে ভ্যাপসা গরম।  তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। আর দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হচ্ছে আরব সাগরে, ফলে বাংলার তার প্রভাব পড়ার সম্ভাবনাও একেবারে নেই বললেই চলে।

আবহাওয়াবিদরা আগেই জানিয়েছেন, উত্তর পশ্চিম দিক থেকে বাংলায় ঠাণ্ডা ও শুকনো হাওয়া প্রবেশ করবে। উত্তর ভারত থেকেও হাওয়া ঢুকবে। ফলে আবহাওয়া থাকবে আরামদায়ক।