Sheikh Shahjahan: CBI হেফাজত শেষ হলেও শান্তি নেই! এবার কি নতুন ফাঁসে শেখ শাহজাহান?
Sheikh Shahjahan: ইডি অফিসারদেরই তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে ফিরে আসতে হয়েছিল। পরে ৫৫ দিন কোনও খোঁজ ছিল না শেখ শাহজাহানের। পরে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে।
কলকাতা: রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেও, তদন্তের সূত্র ধরে বর্তমানে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় প্রথমে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু মাঝে পরপর এতগুলো ঘটনা ঘটে যায় যে তদন্ত মোড় নেয় অন্যদিকে। ইডি অফিসারদের মারধরের অভিযোগ, এলাকায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে শাহজাহানের বিরুদ্ধে। সেই সব অভিযোগের রেশ ধরে জ্বলে ওঠে সন্দেশখালি। এবার শেষ হচ্ছে তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। আর সেখানেই নতুন করে বিপদ বাড়তে পারে শাহজাহানের।
সিবিআই হেফাজত শেষ হলেও তাঁকে হেফাজতে চাইতে পারে ইডি। রেশন দুর্নীতির মামলা নয়, অন্য একটি মামলায় তাঁকে জেরা করতে চায় এই সংস্থা। মাছের ব্যবসা সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। তাতেই তদন্ত শুরু করেছে ইডি। মনে করা হচ্ছে, ইডি তাঁকে জেরা করলে আরও অনেক তথ্য ও দুর্নীতি প্রকাশ্যে আসবে।
ইডি অফিসারদেরই তল্লাশি চালাতে গিয়ে মার খেয়ে ফিরে আসতে হয়েছিল। পরে ৫৫ দিন কোনও খোঁজ ছিল না শেখ শাহজাহানের। পরে রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় শাহজাহানকে। গত কয়েকদিন ধরে তাঁকে একটানা জেরা করেছে সিবিআই। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি থেকে শাহজাহানের নাম উঠে এসেছিল ইডি-র হাতে। সেই সূত্র ধরেই প্রথমে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। এবার অন্য একটি মামলায় তাঁকে হেফাজতে পেতে পারে ইডি।