Madhyamik Exam: পরীক্ষা দিতে দিতে আচমকা মাথায় ভেঙে পড়ল পাখা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মাধ্যমিকের ছাত্রী
Madhyamik Exam: গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় ভাঙড়ের একটি অন্য হাসপাতালে পাঠানো হয়। মেয়ের এই পরিণতি দেখে শিউরে উঠছেন নন্দিনীর বাবা নবীন মাকাল।

মহেশতলা: মাধ্যমিক দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরেই যে এই কাণ্ড হয়ে যাবে তা ভাবতে পারছেন না কেউ। চাঞ্চল্যকর ঘটনা মহেশতলা বিবেকানন্দ হাইস্কুলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে। ভয়ের আবহ অভিভাবকদের মধ্যে। সূত্রের খবর, এদিন পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর মাথায় আচমকা ভেঙে পড়ে পাখা। সবে তখন মাত্র ১৫ মিনিট পরীক্ষা শুরু হয়েছে। তাতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় স্কুলে।
গুরুতর আহত হয় নন্দিনী মাকাল নামে এক পড়ুয়া। বাটানগরের জাতীয় শিক্ষা মন্দির বিদ্যালয়ের ছাত্রী। সিট পড়েছিল মহেশতলা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে। এদিন সময়ে পরীক্ষা দিতেও চলে আসে। সময়ে পরীক্ষাও শুরু হয়। এক মনে পরীক্ষা দিতে দিতেই যে এই কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারছেন না পরিবারের সদস্যরা। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকেরা।
গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় ভাঙড়ের একটি অন্য হাসপাতালে পাঠানো হয়। মেয়ের এই পরিণতি দেখে শিউরে উঠছেন নন্দিনীর বাবা নবীন মাকাল। পরীক্ষার মাঝে মেয়ের সঙ্গে এ ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।





