‘জলে বিষ নেই’, রিপোর্ট পেশ করে অভিযোগ ওড়ালেন ফিরহাদ

ল্যাবরেটরি টেস্ট রিপোর্টে কোনও দূষণ পাওয়া যায়নি, শহরে বিষ-জলপানে মৃত্যুর অভিযোগ ওড়ালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)

'জলে বিষ নেই', রিপোর্ট পেশ করে অভিযোগ ওড়ালেন ফিরহাদ
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2021 | 6:45 PM

কলকাতা: গত দু’দিনে ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলপান করে একাধিক মৃত্যু ও অসুস্থতার খবর শিরোনামে উঠে এসেছে। এমনকি আলিপুর মহিলা সংশোধনাগারের এক বন্দির ডায়েরিয়ায় মৃত্যু নিয়েও প্রশ্ন উঠছিল দক্ষিণ কলকাতার একাধিক ওয়ার্ডে পানীয় জলের গুণমান নিয়ে। জলে বিষক্রিয়ার দিকেও আঙুল উঠেছে। তবে জলের গুণমানের টেস্ট রিপোর্ট নিয়ে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার তিনি পরিষ্কার জানালেন, ল্যাবরেটরি টেস্ট রিপোর্টে কোনও দূষণ পাওয়া যায়নি।

বুধবার বিকেলে ভবানীপুর শ্রমিক আবাসনের পানীয় জল বিষাক্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, “আমাদের শহর প্ল্যান সিটি নয়। কোথাও কোথাও পানীয় জলের পাইপ লাইন এবং নিকাশি পাইপ লাইন পাশাপাশি গিয়েছে। যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু জলপান করে কোনও মৃত্যু হয়নি।” তাঁর আরও দাবি, যে ব্যক্তির মৃত্যুর পর পানীয় জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে তিনি হৃদরোগে মারা গিয়েছেন। ফিরহাদ যোগ করেন, “জল খেয়ে মৃত্যুর বিষয়টি কোনওভাবেই নরমাল নয়। জলের জন্য মৃত্যু হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তির ডেথ সার্টিফিকেটেও জলের দূষণের কথা উল্লেখ নেই।”

জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় বলেন, জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী জল ঠিক রয়েছে। এলাকার সমস্ত পাইপলাইনে চেকিং চলছে। রাস্তা কেটে পাইপলাইনে খতিয়ে দেখার কাজ চলছে। তিনি আবারও জোরের সঙ্গে বলেন ল্যাবরেটরি টেস্ট রিপোর্টে কোনও দূষণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: শহরে বিষ-জলপানে মৃত্যু? ভোটের আগে কার স্বার্থে এমন প্রচার, অভিযোগ উড়িয়ে তোপ ফিরহাদের

প্রসঙ্গত, মঙ্গলবারও জলপান করে মৃত্যুর কথা উড়িয়ে দিয়েছিলেন ফিরহাদ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অভিযোগ করেন, বিধানসভা ভোটের আগে বাজে খবর রটানো হচ্ছে কারও কারও স্বার্থসিদ্ধির জন্য। তিনি দাবি করেন, ইচ্ছে করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। রেনাল ফেলিওরের মৃত্যুতেও হুজুগ তৈরি হচ্ছে। এবার রিপোর্ট নিয়ে ফিরহাদ জানালেন জল বিষাক্ত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।