বহির্বিভাগে রোগী দেখতে ব্যস্ত চিকিৎসক, এসএসকেএম-এ সকলের মাঝেই চুরি গেল ৪০ হাজারের যন্ত্র!
এসএসকেএমের (SSKM) চক্ষু বিভাগের বহির্বিভাগ চলাকালীন চুরি গেল ৪০ হাজার টাকার লেন্স।
কলকাতা: বহির্বিভাগে রোগী দেখার মাঝেই এসএসকেএম হাসপাতালে বিপত্তি। এসএসকেএমের (SSKM) চক্ষু বিভাগের বহির্বিভাগ চলাকালীন চুরি গেল ৪০ হাজার টাকার লেন্স।
এসএসকেএম-এর একই বিল্ডিংয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় মেডিসিন, চক্ষু এবং গ্যাস্ট্রোএন্ট্রোলজির বহির্বিভাগ। তিন তলায় চক্ষু বিভাগের বহির্বিভাগ চলাকালীন এক রোগী দেখতে পান এক ব্যক্তি একটি ঘরে ঢুকে পড়েন। আচমকাই আলমারি খুলে একটি যন্ত্র নিজের ব্যাগে ঢুকিয়ে নেন। ওই রোগীর চিৎকারেই টনক নড়ে হাসপাতাল কর্মীদের।
জানা যায়, আলমারি থেকে নিখোঁজ ৪০ হাজার টাকার চক্ষু পরীক্ষার যন্ত্র। সঙ্গে সঙ্গে হাসপাতালের বহির্বিভাগের দুটো গেট বন্ধ করে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। সমস্ত রোগীদের আটকে তল্লাশি শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে তল্লাশি। কিন্তু তা সত্ত্বেও যন্ত্রটি উদ্ধার করা সম্ভব হয় না। ক্ষোভে ফেটে পড়েন রোগীরা। গেট ঝাঁকিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে রোগীদের চাপে গেট খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: ভোটার তালিকায় দু’জায়গায় নাম, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
এ প্রসঙ্গে বিভাগীয় প্রধান বলেন, “পুরো বিষয়টি আগে খোঁজ নিয়ে দেখতে হবে।” এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। পরে অবশ্য জানানো হয়, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের পাকড়াও করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। তারা এ-ও জানিয়েছে, এই যন্ত্রগুলির দাম ১০ হাজার টাকার বেশি নয়।