AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্ম শংসাপত্র এবার অনলাইনেই, কীভাবে আবেদন করবেন?

অনলাইনে মিলবে জন্ম শংসাপত্র, নয়া পরিষেবা চালু করল কলকাতা পুরসভা

জন্ম শংসাপত্র এবার অনলাইনেই, কীভাবে আবেদন করবেন?
ফাইল চিত্র।
| Updated on: Feb 07, 2021 | 12:08 AM
Share

কলকাতা: জন্ম শংসাপত্রের (Birth certificate) জন্য আর লম্বা লাইন দিতে হবে না। এখন থেকে ঘরে বসেই তা পাওয়া যাবে। কারণ, জন্ম শংসাপত্রের জন্য এবার অনলাইন পরিষেবা শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এখন থেকে কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন শহরবাসী। এমনকি কবে সেই শংসাপত্র হাতে পাওয়া যাবে সেই তারিখও জানা যাবে অনলাইনে।

করোনা পরিস্থিতিতে প্রশাসন যখন ভিড় এড়ানোর জন্য নানা নিয়ম-বিধি চালু করছিল সে সময় দাঁড়িয়েও পুরসভায় প্রচুর মানুষের ভিড় লেগে থাকত। কারণ, পরিবারের নতুন অতিথির জন্ম শংসাপত্র সংগ্রহ। সে সময় থেকেই যেনতেন প্রকারে এই ভিড় নিয়ন্ত্রণের কথায় মাথায় আসে কলকাতা পুরসভার। এদিকে দিনকয়েক আগে পুরসভার তরফে জানানো হয়, এবার থেকে ট্রেড লাইসেন্সের জন্যও আবেদন করা যাবে অনলাইনে। এখন জন্ম শংসাপত্রের আবেদনও অনলাইনে করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

শংসাপত্রের জন্য কীভাবে আবেদন করবেন?

জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে প্রথমে www.kmcgov.in পুরসভার নিজস্ব এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর ধাপে ধাপে নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই শংসাপত্রের আবেদন গৃহিত হয়ে যাবে। প্রয়োজনীয় নথির প্রতিলিপি ও ফি সবই অনলাইনে জমা দিতে পারবেন। এরপর সংশ্লিষ্ট দিনে পুরসভার সদর দফতরে গিয়ে সেই শংসাপত্র নেওয়া যাবে। তার জন্য সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে জমা দেওয়া প্রতিলিপির সমস্ত আসল নথি। সেগুলো পরীক্ষা করে তবেই হাতে দেওয়া হবে জন্ম শংসাপত্র।

অতিমারি করোনার আগে দিনে ৬০০ থেকে ৭০০ বার্থ ও ডেথ সার্টিফিকেট সংগ্রহ হত পুরসভা থেকে। করোনা আবহে তা নামিয়ে আনা হয় একশোতে। তবে টেকনোলজির যুগে শুধু অফলাইন নয় অনলাইনেও এই পরিষেবা শুরু করল কলকাতা পুরসভা। এতে বরো অফিসগুলিতে যেমন ভিড় কমবে তেমনি পরিষেবাও দ্রুত দেওয়া যাবে আশাবাদী পুর কর্তৃপক্ষ। কিন্তু এখনও বহু মানুষ অনলাইন পরিষেবার সঙ্গে সড়গড় নয়। তাই আগের নিয়মে অর্থাৎ, অফলাইনে জন্ম শংসাপত্র সংগ্রহের সুবিধাও জারি থাকছে।