Ghatal Master plan: আর কতদিনে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে? বড় ঘোষণা মমতার
Ghatal Master plan: পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে। যেখানে ৫০ দিনের কাজ দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন। তাঁদের কাজে লাগিয়ে কাজটা তাড়াতাড়ি করো। যত ক্ষতি হচ্ছে, তা তো আমাদের হচ্ছে।"
কলকাতা: ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়ন হবে? দীর্ঘদিনের প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসকদল। তারপর আরামবাগে প্রশাসনিক সভা থেকে ঘাটালের সাংসদ দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ রাজ্যই করবে। সেই ঘোষণার পর কেটে গিয়েছে কয়েকমাস। কবে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ? শুক্রবার নবান্ন থেকে বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সেকথা জানালেন মুখ্যমন্ত্রী।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে এদিন ভার্চুয়াল বৈঠক করেন মমতা। সেই বৈঠক চলাকালীন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানের ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি হয়ে গিয়েছে বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআর হয়ে গিয়েছে। ৪০০ কোটি টাকার কাজ অলরেডি হয়েছে। আমরা চাই ২ বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ হোক।”
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই ডিভিসি জল ছেড়ে দিচ্ছে। মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। ঘাটালে মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে।” পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে। যেখানে ৫০ দিনের কাজ দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন। তাঁদের কাজে লাগিয়ে কাজটা তাড়াতাড়ি করো। যত ক্ষতি হচ্ছে, তা তো আমাদের হচ্ছে। বাংলাকে তো বন্যায় এক পয়সা দেওয়া হয় না। ঘূর্ণিঝড়ে দেওয়া হয় না। কিন্ত, আমাদের দায়বদ্ধতা মেনে নিয়ে কাজ করতে হবে।”
সুন্দরবনেও মাস্টার প্ল্যানের কথা এদিন বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সুন্দরবনে মাস্টার প্ল্যান নিয়ে নীতি আয়োগকে আগেও বলেছি। আবার লিখব।”