Kolkata STF: সাত সকালে ধর্মতলায় হইচই কাণ্ড, মনোয়ার শেখের ব্যাগ থেকে উদ্ধার গুচ্ছ-গুচ্ছ জাল নোট
STF: গোপন সূত্র মারফত, এসটিএফ-এর কাছে জাল নোট নিয়ে আসার খবর আগে থেকেই ছিল। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই হাজির ছিলেন এসটিএফ-এর আধিকারিকরা। এরপর উত্তরবঙ্গ থেকে একটি বাস এসে ঢোকে ধর্মতলার বাস ডিপোতে।
কলকাতা: সাত সকালে ধর্মতলায় হানা কলকাতা পুলিশের এসটিএফ-এর একটি দলের। বাস থেকে উদ্ধার হল কাঁড়ি-কাড়ি জাল নোট। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে একটি বাস এসেছিল। সেই বাস থেকেই উদ্ধার হয়েছে টাকা। ঘটনায় আটক এক ব্যক্তি।
গোপন সূত্র মারফত, এসটিএফ-এর কাছে জাল নোট নিয়ে আসার খবর আগে থেকেই ছিল। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই হাজির ছিলেন এসটিএফ-এর আধিকারিকরা। এরপর উত্তরবঙ্গ থেকে একটি বাস এসে ঢোকে ধর্মতলার বাস ডিপোতে। সেই সময় তক্কে-তক্কে ছিলেন গোয়েন্দারা। আটক করা হয় এক ব্যক্তিকে।
চলে ম্যারাথন তল্লাশি। তার কাছে থাকা একটি ব্যাগেও চালানো হয় তল্লাশি। এরপরই আধিকারিকদের হাতে আসে পাঁচশো টাকার বান্ডিল-বান্ডিল জাল নোট। এই জাল নোটের পরিমাণ কত তা জানতে গুনতে শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা। আটক হওয়া ব্যক্তিকে সামনেই বসিয়ে রাখা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তি মালদহ থেকে বাসে উঠেছিলেন। ব্যক্তির নাম মনোয়ার শেখ। মালদহের কালিয়াচকে বাড়ি। প্রায় তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর। তবে কী কারণে এত জাল টাকা তাঁর কাছে ছিল, এই টাকা নিয়েই বা তিনি কোথায় যাচ্ছিলেন তা সবটাই খতিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা।