Dumdum Fire: দমদম মতিঝিলে ভয়াবহ আগুন, কালীপুজোর সন্ধ্যায় পুড়ল ঘর
Dumdum: ৪৩/১ মতিঝিল দমদম। সেখানেই রবিবার আগুন লাগার ঘটনা ঘটে। এলাকার লোকজন জানলা দিয়ে লাল আগুন বের হতে দেখেন। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘরের আসবাবপত্র থেকে দামি সামগ্রী একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে।
কলকাতা: কালীপুজোর সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে দমদম মতিঝিলে। একটি বহুতলের দোতলার ঘরে আগুন লেগে যায় রবিবার। সেই সময় ঘরে কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা ঘরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। দমকলের ২টি ইঞ্জিনও যায়। দমকলের প্রাথমিক অনুমান, মোমবাতি বা প্রদীপের আলো থেকে এই আগুন লেগে থাকতে পারে। আবার কোনও বাজি উড়ে এসে আগুন লাগার সম্ভাবনাও একেবারে অমূলক বলে মনে করছেন না এলাকার বাসিন্দারা। কালীপুজোর সন্ধ্যায় এমন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় এলাকায়।
৪৩/১ মতিঝিল দমদম। সেখানেই রবিবার আগুন লাগার ঘটনা ঘটে। এলাকার লোকজন জানলা দিয়ে লাল আগুন বের হতে দেখেন। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘরের আসবাবপত্র থেকে দামি সামগ্রী একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না। আরও কিছুটা সময় লাগবে তা বুঝতে।
অন্যদিকে গৌরাঙ্গনগর ক্ষুদিরাম পল্লিতেও এদিন ভয়াবহ আগুন লাগে। স্বপন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বিধ্বংসী আগুন লাগে এদিন। এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। দু’টি আগুনের ঘটনাতেই হতাহতের কোনও খবর নেই।