AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ায় দুর্ঘটনার পরই মাঝ আকাশ থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরল বিমান

Ahmedabad Plane Crash: বস্তুত, আজ দুপুর দেড়টার কিছু পর আহমেদাবাদের মেঘানিনগরে বিমানবন্দরে ভেঙে পড়ে লন্ডনগামী বিমান। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনার পর যে ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে কার্যত শিউরে উঠতে হয়েছে।

Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ায় দুর্ঘটনার পরই মাঝ আকাশ থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরল বিমান
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Jun 12, 2025 | 5:12 PM
Share

কলকাতা: আহমেদাবাদে বিমান বিপর্যয়। প্রায় দুশো জনের বেশি যাত্রী নিয়ে ওড়ার সময় ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান। মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। এই আবহে কলকাতা থেকে আহমেদাবাদগামী বিমান ফেরানো হয়েছে।

জানা যাচ্ছে, বিমান দুর্ঘটনার পরই পুরোপুরি আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই কলকাতা থেকে আহমেদাবাদগামী ইন্ডিগোর বিমানটি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে কলকাতা থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বিমানটি। তবে দুর্ঘটনার খবর পৌঁছতেই বিমানটিকে পুনরায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বস্তুত, আজ দুপুর দেড়টার কিছু পর আহমেদাবাদের মেঘানিনগরে বিমানবন্দরে ভেঙে পড়ে লন্ডনগামী বিমান। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনার পর যে ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে কার্যত শিউরে উঠতে হয়েছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট বিমানটি বীজ মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছে। পুরো হস্টেলের দেওয়াল ফুঁড়ে ঢুকে যায় বিমানটি। যার জেরে একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।   এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, আহমেদাবাদের সিভিল হাসপাতাল এই মুহূর্তে ভিড়ে ঠাসা। বিপর্যয় মোকাবিলায় পৌঁছেছে পুলিশ, দমকল, ডাক্তাররা।