NIRF Rankings 2025: ফের শীর্ষে যাদবপুর, জয়জয়কার খড়গপুর-সেন্ট জেভিয়ার্সের, কলকাতা বিশ্ববিদ্যালয় কত নম্বরে?
Jadavpur University tops NIRF Rankings 2025: গোটা ভারতে সেরা বিশ্ববিদ্য়ালয়ের তালিকায় এক নম্বরে রয়েছে Indian Institute of Science. জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় রয়েছে ২ নম্বরে। জামিয়া মিলিয়া ইসলামিয়া রয়েছে ৪ নম্বরে। দিল্লি বিশ্ববিদ্যালয় ৫ নম্বরে।

নয়া দিল্লি: ফের একে উঠে এল যাদবপুর। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে গোটা দেশের মধ্য়ে শীর্ষে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। জয়জয়কার আইআইটি খড়গপুরেরও। বৃহস্পতিবারই ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক সামনে এনেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাতেই দেখা যাচ্ছে একাধিক ক্রমতালিকায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
গোটা ভারতে সেরা বিশ্ববিদ্য়ালয়ের তালিকায় এক নম্বরে রয়েছে Indian Institute of Science. জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় রয়েছে ২ নম্বরে। জামিয়া মিলিয়া ইসলামিয়া রয়েছে ৪ নম্বরে। দিল্লি বিশ্ববিদ্যালয় ৫ নম্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ৯ নম্বরে। এই বিভাগে স্কোর ৬৫.৪২। ৩৯ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রাপ্ত স্কোর ৫৫.১৭।
তালিকায় বাংলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান
অন্যদিকে এক থেকে দশের মধ্যে ঢুকে পড়েছে বাংলার একাধিক কলেজও। কলেজ ভিত্তিতে গোটা দেশের সেরার তালিকায় স্থান করে নিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টানারি কলেজ। রয়েছে ষষ্ঠ স্থানে। অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এক নম্বরে রয়েছে দিল্লির হিন্দু কলেজ।
তবে সামগ্রিক বিচারে গোটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিচারে ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের র্যাঙ্কিংয়ে Indian Institute of Technology Kharagpur রয়েছে ৬ নম্বরে। স্কোর ৭৩.৯৯। সেখানে Jadavpur University রয়েছে ১৮ নম্বরে। প্রাপ্ত স্কোর ৬৪.৩৪। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ৪৭ নম্বরে। স্কোর ৫৫.৯১। Indian Institute of Science Education & Research Kolkata রয়েছে ৬৭ নম্বরে।
