Pujoy Pulse 2025: পুজোয় পালস ফেরাবে ছোটবেলার গন্ধ? কী অর্থ এই বছরের থিম ‘গোল কা মোলের’?
যাত্রা শুরু করেছে tv9 বাংলা পুজোয় পালস সিজন ৩। পুজোয় পালসের ফ্ল্যাগ অফ করেন tv9 বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত বসু। তৃতীয় বর্ষের এই যাত্রার থিম পুজোয় পালস 'গোল-কা-মোল'। বিষয়টা কী? কেন এমন অদ্ভুত থিম? 'গোল-কা-মোলে'র অর্থ কী?
যাত্রা শুরু করেছে tv9 বাংলা পুজোয় পালস সিজন ৩। তৃতীয় বর্ষের এই যাত্রার থিম পুজোয় পালস ‘গোল-কা-মোল’। বিষয়টা কী? কেন এমন অদ্ভুত থিম? ‘গোল-কা-মোলে’র অর্থ কী? তাই সবার সামনে তুলে ধরলেন মানস ঘোষ, সিনিয়র জেনারেল ম্যানেজর সেলস, ইস্টার্ন রিজিয়ন, ডিএস ফুডস লিমিটেড। পুজোয় পালসের ফ্ল্যাগ অফ করেন tv9 বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত বসু।
মানস বাবু বলেন, “গোল কেবল মাত্র একটা আকার নয়। মহিলার মাথার টিপ থেকে শুরু করে, পুজোয় থালা, ঢাক সবই এই গোলাকৃতি। সর্বোপরি বাংলার আপন এবং প্রাণের মিষ্টি রসগোল্লাও কিন্তু গোল। বাংলার এই ঐতিহ্যকে আরও বেশি করে তুলে ধরতেই আমাদের পুজোয় পালসের তৃতীয় বর্ষের প্রচেষ্টা ‘গোল-কা-মোল’।”
সারা বছর বাঙালি অপেক্ষায় থাকে এই পাঁচটা দিনের। দুর্গাপুজোয় আনন্দে মেতে ওঠেন সকলে। আগের দুই বছরেও tv9 পুজোয় পালস অভূতপূর্ব সারা পেয়েছিল। সারা বাংলা জুড়ে ঘুরেছিল পুজোয় পালসের দুই ট্যাবলো। যেখানে যখন সেই ট্যাবলো পৌঁছেছিল সাধারণ মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। সঙ্গে পালস ক্যান্ডির অভূতপূর্ব টক-মিষ্টি স্বাদ, দুই মিলে জমে গিয়েছিল পুজো।
tv9 বাংলা নিউজ এডিটর আউটপুট সৈকত বসু এই বিষয়ে বলেন, “গত বছর আমার মনে আছে তেঁতুলের গন্ধে আমাদের স্কুল জীবনকে ফিরিয়ে দিয়েছিল পালস। তিন বছর ধরে tv9 বাংলা এবং পালস একসঙ্গে পুজো উদযাপন করছে। এই বছর তারই একটা এক্সটেনশন দেখতে পাবেন মানুষ। পালস গোলমোলের মাধ্যমে আবার আমরা ফিরে পাব ছোটবেলার পুজোয় গন্ধ। স্কুলের বাইরে থেকে আঁচার কিনে খাওয়ার উত্তেজনা, উন্মাদনা।”
