Fraud Case: মিজোরামে বসে বাংলার ব্যবসায়ীর সঙ্গে কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার অভিযুক্ত
Kolkata Fraud Case: পুলিশ সূত্রে খবর, ফুলবাগান এলাকার এক ব্যবসায়ী কিছুদিন আগে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার ব্যবসায়ীর অভিযোগ, বিপুল টাকার পণ্য সামগ্রী অর্ডার করেন লালন পুঁইয়া। প্রথমে কিছু টাকা দেন। পরবর্তীতে আর টাকা দিচ্ছিলেন না।
কলকাতা: কলকাতার ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা। মিজোরামে বসে কলকাতার ব্যবসায়ীর থেকে কোটি-কোটি টাকা হাতানোর অভিযোগ উঠল। অবশেষে মিজোরামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তের নাম লালন পুঁইয়া।
পুলিশ সূত্রে খবর, ফুলবাগান এলাকার এক ব্যবসায়ী কিছুদিন আগে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার ব্যবসায়ীর অভিযোগ, বিপুল টাকার পণ্য সামগ্রী অর্ডার করেন লালন পুঁইয়া। প্রথমে কিছু টাকা দেন। পরবর্তীতে আর টাকা দিচ্ছিলেন না। টাকার জন্য চাপ দিতেই কলকাতার ব্যবসায়ীকে ভুয়ো ব্যাঙ্ক নথি পাঠিয়েছিলেন ব্যবসায়ী লালন পুঁইয়া।।
এরপর কলকাতার ব্যবসায়ীর তরফে করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দিন কয়েক আগে ফুলবাগান থানার পুলিশের একটা টিম প্রথমে আইজল যায়। এরপর স্থানীয় থানার পুলিশের সহযোগিতা নিয়ে মিজোরামে পৌঁছে ওই ব্যবসায়ীর অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।।
ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়ছে ধৃতকে। প্রতারণার সঙ্গে যুক্ত আরও এক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কলকাতার আরও কোনও ব্যবসায়ীর সঙ্গে একই ভাবে প্রতারণা করা হয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।