Kolkata Metro Fare: এয়ারপোর্ট থেকে শিয়ালদহ বা রুবি যাবেন? নতুন মেট্রোয় কত ভাড়া পড়বে, জেনে নিন
Kolkata Metro New Route Fare: বারাসাত–নোয়াপাড়া মেট্রো করিডরের মধ্যে এখনও পর্যন্ত লাইন প্রস্তুত নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত। এর দৈর্ঘ্য ৭.০৪ কিলোমিটার।

কলকাতা: ঝাঁ চকচকে কাঠামো, দেখে বিমানবন্দরের থেকে কম কিছু নয়। বুঝতে পারবেন না যে এটা বিমানবন্দর নাকি মেট্রো স্টেশন। আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। এর মধ্যে অন্যতম হল নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশন পরিষেবা। পাশাপাশি রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর-৫ পর্যন্ত মেট্রো রুট চালু হচ্ছে। এই নতুন রুটগুলির ভাড়া কত, জেনে নিন-
এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। বিমানবন্দরের ঠিক পাশেই এই মেট্রো স্টেশন, তাই কলকাতা বিমানবন্দরে আগত যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে এই মেট্রোর দৌলতে। আবার যারা রাজ্যের বা দেশের বাইরে যাচ্ছেন, তাদেরও বিমানবন্দরে যেতে সুবিধা হবে।
মুম্বই, দিল্লি, লখনউ, চেন্নাইয়ের পর কলকাতা বিমানবন্দর হল পঞ্চম মেট্রো স্টেশন, যেখানে বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হতে চলেছে।
বারাসাত–নোয়াপাড়া মেট্রো করিডরের মধ্যে এখনও পর্যন্ত লাইন প্রস্তুত নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত। এর দৈর্ঘ্য ৭.০৪ কিলোমিটার। নোয়াপাড়া – বারাসত মেট্রো করিডরের অন্তর্গত কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন মূলত দুটি করিডরের সংযোগস্থল হতে চলেছে।
এবার আসা যাক ভাড়ার কথায়। কলকাতা নতুন রুটে সর্বনিম্ন ভাড়া হতে চলেছে ৫ টাকা। সর্বাধিক ভাড়া হবে ৭০ টাকা।
- কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া হবে ৫ টাকা। দমদম ক্যান্টনমেন্টের ভাড়া ১০ টাকা। নোয়াপাড়া পর্যন্ত ভাড়া ২০ টাকা।
- নোয়াপাড়া থেকে আবার ব্লু লাইনে সংযুক্ত হবে এই রুট। কোনও যাত্রী যদি বিমানবন্দর থেকে চাঁদনিচক বা এসপ্ল্যানেড যান, তবে ভাড়া পড়বে ৪০ টাকা। কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে ৪৫ টাকা।
- বিমানবন্দর থেকে কবি সুভাষ হয়ে যদি কেউ রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যেতে চান, তবে ভাড়া পড়বে ৬৫ টাকা।
- আবার কোনও যাত্রী যদি হাওড়া পর্যন্ত যেতে চান, তবে ৫০ টাকা ভাড়া পড়বে। সেক্টর ফাইভ বা করুণাময়ী পর্যন্ত ভাড়া পড়বে ৭০ টাকা।


