Kolkata Metro: গ্রিন লাইনে বিভ্রাট, সেক্টর ফাইভ থেকে হাওড়া মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত
Kolkata Metro: বুধবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বিভ্রাট শুরু হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হয়। তার জেরে সেক্টর ফাইভ থেকে হাওড়াগামী যে মেট্রো বা উল্টো দিক থেকে আসা মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।

কলকাতা: এবার মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেল পরিষেবা ব্যাহত। জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাট ও পয়েন্টের গন্ডগোলের জেরে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। দেড় ঘণ্টার ওপর ব্যাহত পরিষেবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হয়নি। আপাতত হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা।
জানা যাচ্ছে, বুধবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বিভ্রাট শুরু হয়। সেক্ষেত্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হয়। তার জেরে সেক্টর ফাইভ থেকে হাওড়াগামী যে মেট্রো বা উল্টো দিক থেকে আসা মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
বিশ্বকর্মা পুজোয়, অফিসে নির্দিষ্ট সময়ে ঢোকার কথা ছিল অফিসযাত্রীদের। কিন্তু তাঁরা মেট্রো স্টেশনে এসে যখন উপস্থিত হন, তখন দেখেন, স্টেশনগুলোতে থিকথিকে ভিড়। টিকিট দেওয়াও বন্ধ। দীর্ঘক্ষণ তাঁরা অপেক্ষা করছিলেন। কিন্তু তারপরও মেট্রো চলাচল শুরু না হওয়ায়, তাঁরা বিকল্প পথ খোঁজার ব্যবস্থা করেন। কেউ বাসে, কেউ অ্যাপ ক্যাব বুক করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
এক যাত্রী বলেন, “এই ভয়টাই পাচ্ছিলাম। কারণ নিত্য দিনই দেখি মেট্রোয় সমস্যা হচ্ছে। এই নতুন রুটে মেট্রোয় সে অর্থে সমস্যা হচ্ছিল না। এই যে শুরু হল। এবার হয়তো ঘন ঘন এ খবর হবে।” আরেক যাত্রী বলেন, “মেট্রো কখন চলবে, সে সব কিছুই জানি না। মেট্রো কখন চলবে, সেটাও বলতে পারছেন না কেউ।”
