Kunal Ghosh: কাঁথিতে শুভেন্দুর সভার দিনেই কর্মসূচি কুণালেরও? বললেন ‘ইয়ে ডর আচ্ছা লাগতা হ্যায়’
Kunal Ghosh: কাঁথিতে শুভেন্দু সভা করবেন শুনে এদিন কুণাল ঘোষ বলেন, অত্য়ন্ত আমোদ পেলাম।
কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির পারদ যে চড়ছে, তা শাসক বিরোধীর সভা, পাল্টা সভার আয়োজন থেকেই স্পষ্ট। সদ্য় কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির কাছেই সভা করে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhshek Banerjee)। আর এবার সেই কাঁথিতেই সভা করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। সেই একই দিনে কাঁথিতে এক কর্মসূচিতে থাকার কথা তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি।
কাঁথিতে শুভেন্দু সভা করবেন শুনে এদিন কুণাল ঘোষ বলেন, অত্য়ন্ত আমোদ পেলাম। যিনি সেদিন বলেছিলেন অভিষেকের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তিনিই এবার পাল্টা সভা করতে চলেছেন। তাঁর দাবি, অভিষেককে গুরুত্ব দিচ্ছেন বলেই এমন সভা করতে চলেছেন শুভেন্দু। বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘ইয়ে ডর আচ্ছা লাগতা হ্যায়।’
আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। কুণাল ঘোষ এদিন জানান, শুভেন্দু আবেদন করেছেন, অনুমতি পাবেন কি না, সেটা প্রশাসনের ব্যাপার। তবে ওই দিনই কাঁথিতে যুব তৃণমূলের কর্মসূচি রয়েছে বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ। সেই সভায় যোগ দেওয়ার আমন্ত্রণও পেয়েছেন কুণাল। এ ব্যাপারে দলের অন্দরে কথা বলবেন বলেও উল্লেখ করেছেন কুণাল। ওই দিন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভার আয়োজন করা হয়েছে পূর্ব মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে।
সূত্রের খবর, শুভেন্দুও সভা করতে চান প্রভাত কুমার কলেজের মাঠেই। বিজেপির নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানানো হচ্ছে না। সূত্র মারফত জানা গিয়েছে, প্রভাত কুমার কলেজের মাঠে সভার জন্য প্রয়োজনীয় অনুমতি এখনও পর্যন্ত মেলেনি। সেই কারণেই বিষয়টিকে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নারাজ বিজেপি শিবির।