Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ballygunge Clash: পুরনো জমি নিয়ে দু’পক্ষের বিবাদ, বালিগঞ্জ এলাকায় চলল গুলি, গ্রেফতার ২

Ballygunge: এই জমি নিয়ে চন্দন যাদব ওরফে বিট্টুর গোষ্ঠী সঙ্গে সুরজ এবং তাঁর ভাই ওরফে রামদাসের গোষ্ঠীর পুরনো ঝামেলা চলছিল।

Ballygunge Clash: পুরনো জমি নিয়ে দু'পক্ষের বিবাদ, বালিগঞ্জ এলাকায় চলল গুলি, গ্রেফতার ২
গ্রেফতার হওয়া রামদাস (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 1:09 PM

কলকাতা: খাস কলকাতায় শুটআউটের ঘটনা।কলকাতা পুরসভার ৬৫ এবং ৬৮ নম্বর ওয়ার্ডের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা বলে জানতে পারা গিয়েছে। জানা গিয়েছে, ৬৫ নম্বর ওয়ার্ডের পালপাড়ার একটি বড় জমি নিয়ে মূলত কোন্দল। এই জমি নিয়ে চন্দন যাদব ওরফে বিট্টুর গোষ্ঠী সঙ্গে সুরজ এবং তাঁর ভাই ওরফে রামদাসের গোষ্ঠীর পুরনো ঝামেলা চলছিল। সুরজ এবং রাম শাসকদল ঘনিষঠ বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকমাস আগেও সুরজ এবং রামকে পুলিশ গ্রেফতার করেছিল। তখন তারা জামিনে ছাড়া পায়। এখন ফের সক্রিয়। আর এবার গোলাগুলির ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পালপাড়ায় একটি বিশাল জমি রয়েছে। জমি কার দখলে থাকবে সেটা নিয়ে দীর্ঘ বছর ধরে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। অতীতে এই এলাকাটি নিয়ন্ত্রণ করত চন্দন যাদব ওরফে বিট্টু। এলাকায় কোথায় সিন্ডিকেটের ব্যবসা কার কার হাতে কিভাবে নিয়ন্ত্রণ হবে তা এই বিট্টু নিয়ন্ত্রণ করতে বলে এলাকা সূত্রে খবর।

কিন্তু ২০১৮ সালে বিট্টুর মা মারা যাওয়ার পর থেকে সে একেবারে ভেঙে পড়ে ও তার ঘনিষ্ঠদের অনেকেই তাকে ছেড়ে চলে যায় বলে জানা গিয়েছে। অভিযোগ, বিট্টু বাড়িতে বসেই মদ্যপান করত এবং কিছু জায়গাই ব্যবসা চালাত।

অপরদিকে, সুরজ সাউ এবং রাম দাস দুই ভাই। অভিযোগ তারাও শাসক দল ঘনিষ্ঠ। এই দুজন নিজেদের প্রভাব বিস্তার করেছে বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি এলাকায়।

মাস কয়েক আগে বন্ডেল এলাকা গোষ্ঠী সংঘর্ষে এই দুই ভাইকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি ওই দুজন জামিনে বেরিয়ে আসে। তারপর এলাকায় আবারও সক্রিয় হয়ে ওঠে।

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বিট্টু নিজের বাড়িতে বসে মদ্যপান করছিল। সেই সময় সুরজ এবং রামদাস ওই বাড়িতে আসে এবং বিট্টুকে এই পাড়া থেকে বেরিয়ে যেতে বলে। বিট্টুর সঙ্গে ওই দুজন এবং তার ঘনিষ্ঠদের বিবাদ শুরু হয়। অভিযোগ এরপরই বিটটুর বেশ কয়েকজন ঘনিষ্ঠ চলে এলে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। সেই মারপিট চলাকালীন বিট্টুর মাথায় ইট দিয়ে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

জখম অবস্থায় তখনই চন্দন যাদব ওরফে বিট্টু গুলি চালায় বলে অভিযোগ করছে একপক্ষ। যদিও গুলিতে কেউ আহত হয়নি। পুলিশ এই ঘটনায় বিট্টু এবং রামদাসকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চলছে।

দক্ষিণ কলকাতা তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস কুমার বলেন, ‘আমি যা জানি এরা সকলেই সমাজ বিরোধী। পতাকা কে কী বহন করে আমি জানি না। আমি শুধু জানি এরা সমাজ বিরোধী। তবে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এদের গ্রেফতার করতে পেরেছে।’

চড়চড়িয়ে বাড়ল নিফটি ব্যাঙ্ক, মুখ থুবড়ে পড়ল তথ্যপ্রযুক্তির শেয়ারগুলো!
চড়চড়িয়ে বাড়ল নিফটি ব্যাঙ্ক, মুখ থুবড়ে পড়ল তথ্যপ্রযুক্তির শেয়ারগুলো!
ফের কি সদ্দাম হুসেন হতে চলেছে সিরিয়ার শাসক?
ফের কি সদ্দাম হুসেন হতে চলেছে সিরিয়ার শাসক?
দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!
দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!
এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
এক দিনেই ৪ লক্ষ কোটি লাভ করলেন বিনিয়োগকারীরা!
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!