Weather Update: ফের বৃষ্টি, তবে কি শীত আর পড়বে না? কী বলছে হাওয়া অফিস?
Latest Weather Update: তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম,পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকতে পারে। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া-পুরুলিয়া- ঝাড়গ্রামে। দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটারের নিচে নামার সম্ভাবনা।
কলকাতা: সকাল থেকে আকাশে মেঘ ছিল। বিকেলের দিকে বৃষ্টিও হয়েছে দু’এক পশলা। মনে করা হচ্ছিল চলতি সপ্তাহে ঠান্ডা পড়বে। তবে নিম্নচাপের কাঁটায় তাও উধাও। তবে কি শীতের মরশুমে এবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে?
আলিপুর আবহাওয়া অফিস বলছে, বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। কমবে পারদ। এরপর ১১ ডিসেম্বর বুধবার থেকে লাগাতার পাঁচ সাত দিন তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। শনি-রবিবারে কলকাতায় ১৫ ডিগ্রি নিচে এবং পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে পারদ।
তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম,পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকতে পারে। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া-পুরুলিয়া- ঝাড়গ্রামে। দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটারের নিচে নামার সম্ভাবনা। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে।
অপরদিকে, দার্জিলিং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সোম ও মঙ্গলবার। শুধু দার্জিলিং নয়,কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। তুষারপাতের সম্ভাবনা বেশি সান্দাকফু ঘুম সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা। দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট।